ডিজিটাল ডেস্ক : দেখতে একেবারে আই কার্ডের মতো। তবে এর নাম এয়ার স্টেরিলাইজেশন কার্ড (Air Sterilization Card)। নেতা, মন্ত্রী থেকে আম আদমী সকলের গলাতেই ঝুলছে এই কার্ড। তাদের বক্তব্য গলায় এই কার্ড ঝোলালে করোনা ভাইরাস ধারে কাছে ঘেঁষবে না। এমনই ক্ষমতা তার। অনলাইনে অর্ডার করলে এই কার্ড মিলবে ১৫০ টাকায় আর রাজ্যের স্থানীয় বাজারে এই কার্ডের দাম ৫০-৬০ টাকা মাত্র। উল্লেখ্য ইতিমধ্যেই ভারত সহ বিভিন্ন দেশ কোভিড ভ্যাক্সিনের জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে।
আর এরই মধ্যে বাজারে হাজির এই কার্ড। কার্ডের গায়ে লেখা রয়েছে মেড ইন জাপান। তবে বিষেষজ্ঞদের দাবী এর সবটাই বুজরুকি। আমেরিকার এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সীর দাবী এয়ার স্টেরিলাইজেশন কার্ডের কার্ডের কার্যকারীতা পরীক্ষীত নয়। আর কার্ডের গায়ে ইংরেজিতে কিছু লেখা না থাকায় এর উপাদান সম্পর্কে ও কিছু জানা যায় নি। আমেরিকা ইতিমধ্যেই করোনা কার্ডকে নিষিদ্ধ করেছে। গোবর,গোমূত্র, পাপড় এর দাওয়াই এর পর এখন গলায় কার্ড ঝুলিয়েই করোনার বিরুদ্ধে লড়াই এর স্বপ্ন দেখছেন অনেকেই।
আরও পড়ুন : পিতৃপক্ষ কি? কেন ও কিভাবে এর শুরু? জানুন বিস্তারিত…