শুক্রবারের করোনা আপডেট রায়গঞ্জ ও জেলার

শুক্রবারের করোনা আপডেট রায়গঞ্জ ও জেলার

নিউজ ডেস্ক, রায়গঞ্জ : শুক্রবার অর্থাৎ ২১ -শে আগস্ট পর্যন্ত রায়গঞ্জ পুর এলাকায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩৪১। শুক্রবার পুর এলাকায় নতুন করে ০৪ জনের সংক্রমণ ধরা পড়েছে। একনজরে দেখে নিন ওয়ার্ড ভিত্তিক আক্রান্তের সংখ্যা।
০২ নম্বর ওয়ার্ডে -১জন।
০৪ নম্বর ওয়ার্ডে ০১ জন।
১৪- নম্বর ওয়ার্ডে ০১জন।
২২নম্বর ওয়ার্ডে ০১ জন।

উল্লেখ্য রাজ্য স্বাস্থ দপ্তরের বুলেটিন অনুযায়ী ২১ শে আগস্ট উত্তর দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংংখ্যা ১৯২৯। । নতুন করে আক্রান্ত ৩১

Next Post

এবারের আই পি এলের লোগো প্রকাশ্যে এলো

Fri Aug 21 , 2020
নিউজ ডেস্ক :   সংযুক্ত আরব আমিরশাহিতে বা UAE তে আগামী ১৯ শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের বহু প্রতীক্ষিত আইপিএল ‘ এর খেলা। চীনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা “ভিভো” কে স্পনসরশীপ থেকে সরিয়ে দেওয়ার পর নতুন স্পনসর হিসেবে নাম ঢুকেছে ‘ড্রিম ইলেভেন’এর।ফলে আইপিএলের নতুন লোগোতে পরিবর্তন এসেছে।এবার সেই লোগো প্রকাশ্যে […]

আপনার পছন্দের সংবাদ