নিউজ ডেস্কঃ স্মার্টফোন আমাদের জীবনের এখন একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তাতে কাছের মানুষের চেয়েও অনলাইনে থাকা মানুষ গুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিকে মাথায় রেখেই এক মহিলা বের করলেন এক অদ্ভুত উপায়।
আধুনিক সমস্যা এবং তার আধুনিক পদ্ধতিতেই সমাধানের চেষ্টা। সম্প্রতি X (Formerly Twitter) তে ভাইরাল হওয়া সেই দলিল ঘিরে নেটিজেনদের জোড়া ভ্রু। মঞ্জু গুপ্তা তার পরিবারের নতুন সদস্যদের মোবাইল ফোনের আসক্তি কমানোর জন্য আনল এক অদ্ভুত দলিল। তিনি সেই দলিলে উল্লেখ করেছেন, “আমি মঞ্জু গুপ্তা আমার পরিবারের সদস্যদের জন্য কিছু নিয়ম তৈরি করছি। আমি উপলব্ধি করেছি আমার পরিবারের সদস্যরা আমার চেয়ে মোবাইল ফোনের বেশি কাছের হয়ে গেছে।
মঞ্জু দেবী সেই দলিলে স্পষ্ট করে উল্লেখ করেছেন কিছু চুক্তি।
আদিত্য এল১ চূড়ান্ত কক্ষপথে প্রবেশ সফল
১. সবাই সকালে উঠে মোবাইল নয় সূর্য দেখবে।
২. সবাই একসাথে যখন খেতে বসবে মোবাইল ফোন তখন ২০ হাত দূরে থাকবে।
৩. বাথরুমে যাওয়ার সময় সবাই নিজেদের ফোন বাইরে রেখে যাবে এবং যেই কাজ করতে যাচ্ছে তাতেই মনোনিবেশ করবে।
একই ভোটারের নাম দুই রাজ্যে, তদন্তে প্রশাসন
শেষে তিনি এও উল্লেখ করেছেন, আমি উপলব্ধি করেছি আমার বাচ্চারা আমার জন্য বা নিজের জন্য নয় শুধুমাত্র ” লাইক” পাওয়ার জন্য পাগল হয়ে গেছে।
পরিশেষে মঞ্জু দেবী বিশেষ ভাবে লিখেছেন সেই দলিলে, কেউ এই আদেশ অমান্য করলে তাদের এক মাসের জন্য জ্যোমাটো অথবা সুইগি থেকে খাবার অর্ডার করতে পারবে না।
ভাইরাল হওয়া মাত্রই শুরু হয়ে গেছে নেটিজেনদের নানান রি-অ্যাকশন।