ফের অসুস্থ অমিত শাহ, ভর্তি করা হল হাসপাতালে

নিউজ ডেস্ক : করোনা রিপোর্ট নেগেটিভ। তা সত্ত্বেও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার রাতেই তাঁকে দিল্লির এইমস হাসপাতাল ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য দিন কয়েক আগে করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু ফের তিনি অসুস্থ বোধ করায় তড়িঘড়ি তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভরতি করা হয়। জানা গেছে তাঁর বুকে সংক্রমণ হয়েছে।

রয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যাও। এইমস কর্তৃপক্ষ ২৪ ঘন্টা তাঁকে পর্যবেক্ষণে রাখবে বলে জানা গেছে। এনিয়ে প্রেস বিবৃতি দিয়েছে এইমস কর্তৃপক্ষ। তারা জানিয়েছে বর্তমানে সুস্থ রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ হাসপাতালে থেকে আপাতত তিনি কাজকর্ম পরিচালনা করবেন বলে জানিয়েছে এইমস কর্তৃপক্ষ৷

Next Post

দাবী আদায়ে এবারে হাসপাতালেও কর্মবিরতি সাফাই কর্মীদের

Tue Aug 18 , 2020
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ :  প্রাপ্য সুযোগ সুবিধা না মেলায় সরকারী অফিস গুলিতে সাফাই এর কাজ আগেই বন্ধ করে দিয়েছিলেন সাফাই কর্মীরা। গত ১০-ই আগস্ট থেকে কাজ বন্ধ রেখে আন্দোলন শুরু করেছে রায়গঞ্জ সাফাইকর্মী হরিজন সমিতি। কিন্তু দাবী দাওয়া নিয়ে প্রশাসন কোনো সদর্থক ভূমিকা না নেওয়ায় এবারে রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ […]

আপনার পছন্দের সংবাদ