নিউজ ডেস্ক : করোনা রিপোর্ট নেগেটিভ। তা সত্ত্বেও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার রাতেই তাঁকে দিল্লির এইমস হাসপাতাল ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য দিন কয়েক আগে করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু ফের তিনি অসুস্থ বোধ করায় তড়িঘড়ি তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভরতি করা হয়। জানা গেছে তাঁর বুকে সংক্রমণ হয়েছে।
রয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যাও। এইমস কর্তৃপক্ষ ২৪ ঘন্টা তাঁকে পর্যবেক্ষণে রাখবে বলে জানা গেছে। এনিয়ে প্রেস বিবৃতি দিয়েছে এইমস কর্তৃপক্ষ। তারা জানিয়েছে বর্তমানে সুস্থ রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ হাসপাতালে থেকে আপাতত তিনি কাজকর্ম পরিচালনা করবেন বলে জানিয়েছে এইমস কর্তৃপক্ষ৷