ভারতের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন জ্ঞানেশ কুমার, কে এই জ্ঞানেশ কুমার

ভারতের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন জ্ঞানেশ কুমার, কে এই জ্ঞানেশ কুমার

নিউজ ডেস্ক : দেশের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। মুখ্য নির্বাচনী আধিকারিক পদে রাজীব কুমারের মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার। পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার বাছতে সোমবার বৈঠকে বসেছিল মুখ্য নির্বাচন আধিকারিক বাছাই কমিটি।বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল, বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

আরোও পড়ুন – মাধ্যমিকে অঙ্ক প্রশ্ন বিতর্ক,বিতর্ক ওঠা দুটি প্রশ্ন শুরু করলেই নম্বর পাবে পরীক্ষার্থীরা ঘোষনা পর্ষদের

সার্চ প্যানেল ৪৮০ জন প্রার্থীর তালিকা থেকে পাঁচটি নাম পাঠায়।সেই পাঁচটি নাম থেকে বৈঠকে জ্ঞানেশ কুমারের নামে সিলমোহর পড়ে। জ্ঞানেশ কুমার ১৯৮৮ সালের ব্যাচের কেরল ক্যাডার হিসেবে আইএএস অফিসার হন। সমন্বয় মন্ত্রকের প্রাক্তন সচিব জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) সংসদ বিষয়ক মন্ত্রকের সচিবও ছিলেন। ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারার অবলুপ্তির সময় অমিত শাহর নেতৃত্বাধীন স্বরাষ্ট্রমন্ত্রকের কাশ্মীর ডিভিশনের যুগ্ম সচিব ছিলেন জ্ঞানেশ কুমার।

আরোও পড়ুন – ১৩ মাস ধরে পুলিশের জালে! জাল পাসপোর্ট থাকার অভিযোগে গ্রেফতার দম্পতি

২০২০ সালে অতিরিক্ত সচিব পদে থাকাকালিন অযোধ্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় সংক্রান্ত সমস্ত বিষয় দেখভালের দায়িত্বে থাকা ডেস্কটিরও দায়িত্ব পান জ্ঞানেশ কুমার। যার মধ্যে ছিল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠন।২০২৪ সালের ৩১ জানুয়ারি অবসর নেন এই আইপিএস।এবার দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে বসলেন প্রবীন এই আইএএস জ্ঞানেশ কুমার।

আরোও পড়ুন – বন্ধ করে দেওয়া হলো প্রয়াগরাজ রেল স্টেশন, এই স্টেশন ছুঁয়ে আপাতত যাবে না কোনও ট্রেন

Next Post

২০ শে ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহন, মুখ্যমন্ত্রী পদে কে?

Tue Feb 18 , 2025
নিউজ ডেস্ক :  দিল্লীর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন কে? সেই জল্পনার নিরশন হয় নি এখনও।প্রধানমন্ত্রী আমেরিকা সফর থেকে ফিরলে চুড়ান্ত হবে মুখ্যমন্ত্রীর নাম।কথা ছিল এমনটাই।যদিও এখনও সেই নাম চুড়ান্ত করতে পারেনি বিজেপি শীর্ষ নেতৃত্ব।তবে বেশ কয়েকটি নাম নিয়ে চলছে আলোচনা।তালিকায় প্রথমেই রয়েছেন অরবিন্দ কেজরিওয়ালকে হারানো নয়াদিল্লি আসন থেকে জয়ী বিধায়ক […]
দিল্লির মুখ্যমন্ত্রী

আপনার পছন্দের সংবাদ