আরসিটিভি সংবাদ : চাকরির নামে প্রতারনার অভিযোগ। টাকা ফেরতের দাবীতে তৃণমূল নেতার বাড়ির সামনে ধর্না। রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের কসবা মহাশো এলাকার ঘটনা।
তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ির সামনে বসে বিক্ষোভ দেখান কয়েকজন নিয়োগপ্রার্থী। কৃষি বিভাগে চাকরির নামে লক্ষাধিক টাকা প্রতারনার অভিযোগ তুলছেন তারা। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন – হিলি রেল লাইন সম্প্রসারণের কাজে উচ্ছেদের আশঙ্কায় কলোনীর বাসিন্দারা
চাকরি দেওয়ার নাম করে বেকার যুবক-যুবতী ও তাদের অভিভাবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলা এবং তার পরিবর্তে চাকরি না দেওয়ার অভিযোগ এনে স্থানীয় তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ অবস্থানে বসলেন কয়েকজন।শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি -২ গ্রাম পঞ্চায়েতের কসবা মহাশো এলাকায়।
আরও পড়ুন – জামাইষষ্ঠীতে পকেটে টান মধ্যবিত্তের
অবস্থান বিক্ষোভকারীদের অভিযোগ, কৃষি দপ্তরের গ্রুপ সি পদে চাকরি দেওয়ার নাম করে প্রার্থী পিছু ১১ লক্ষ টাকা করে নিয়েছে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি উত্তম ঘোষ ও তার ভাগ্নে মিঠুন ঘোষ এবং ভাই অনিল ঘোষ।কিন্তু এরপর দীর্ঘ সময় কেটে গেলেও চাকরিতো জোটেই নি, উল্টে প্রদেয় টাকাও ফেরত দিতে গরিমসি করছে তারা। এর আগেও টাকা চাইতে এলে তাদের বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। ছয় মাস নাগাদ তাদের নাগালে পাওয়া যাচ্ছে না। টাকা নেওয়ার জন্য ভুয়ো ইন্টারভিউ এবং নকল অ্যাপয়নমেন্ট লেটার দেওয়া হয়েছিল।
আরও পড়ুন – বৌমা ষষ্ঠী পালিত হল শহরে
প্রার্থীদের অবিলম্বে সেই টাকা ফেরতের দাবিতে এই আন্দোলন বলে জানিয়েছেন তারা। যদিও এ ব্যাপারে অভিযুক্ত উত্তম ঘোষের আত্মীয় নীতু ঘোষ বলেন, উত্তম ঘোষ এলাকায় অনেকদিন ধরেই সুনামের সঙ্গে বসবাস করেন। তিনি কোনও অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নন। তার পরিবারকে কালিমালিপ্ত করতেই চক্রান্ত চালানো হচ্ছে। অন্যদিকে, এদিনের এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে স্থানীয় কর্ণজোড়া ফাড়ির পুলিশ। তাদের সঙ্গে বিক্ষোভকারীরা কথা বলে তাদের আন্দোলন তুলে নেয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পত্র জমা দিতে যান।
আরও পড়ুন – বাজির গুদামে অগ্নিকান্ডের ঘটনায় দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসলো আগুন
এই ঘটনার পরিপ্রেক্ষিতে রায়গঞ্জ ব্লকের ব্লক ১ তৃণমূল কংগ্রেস সভাপতি অনিমেষ দেবনাথ বলেন, আমি খোঁজখবর নিয়ে জেনেছি উত্তম বাবুর ভাগ্নের নামে অভিযোগ উঠে এসেছে। ভাগ্নের নামের অভিযোগের দায় উত্তম ঘোষের নামে কেন চাপানো হচ্ছে বিষয়টি তদন্ত করে দেখতে হবে। আগে থেকে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। এব্যাপারে আমি দলের উপর মহলে জানাব। আমাদের দল দুর্নীতিকে কোনভাবেই প্রশ্রয় দেয় না। এরপরও উত্তমবাবু যদি এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন বলে প্রমাণিত হয়, তারপর দল যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
আরও পড়ুন – অধিকার আদায়ে আদিবাসীদের ১২ ঘন্টার বন্ধে মিশ্র সাড়া গৌড়বঙ্গে
যদিও এদিনের ঘটনার কিছু সময় বাদে বাড়ি থেকে বেরিয়ে আসেন তৃণমূল নেতা উত্তম ঘোষ। তিনি বলেন, আমি বাড়িতেই ছিলাম। অসত্যকে আশ্রয় নিয়ে কিভাবে একটি অভিযোগ আনা যায় সে বিষয়টি আমি লক্ষ করছিলাম। তবে মিঠুন ঘোষ তার ভাগ্নে বলে স্বীকার করে উত্তম বাবু এদিন আরও বলেন, মিঠুনের টাকা নেওয়ার অভিযোগের বিষয়টি আমিও শুনেছি। কিন্তু আমার ভাগ্নের টাকা নেওয়ার সঙ্গে আমার কোনও যোগ নেই। এ ব্যাপারে আমার বদনাম করা হচ্ছে। আমি প্রয়োজনে মানহানি মামলা করব।