নিউজ ডেস্ক , রায়গঞ্জ ০১ লা জুন : গ্রামে চাঁদা সংগ্রহে গিয়ে নাবালিকার সাথে অশ্লীল আচরনের অভিযোগ ভারত সেবাশ্রম সংঘের এক স্বামীজির বিরুদ্ধে। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার বরুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাশীবাটি এলাকায়।
অভিযুক্ত ঐ স্বামীজির নাম স্বামী অনির্ব্বানানন্দ। স্থানীয় স্থানীয় সূত্রের খবর, এদিন দুপুরে রায়গঞ্জের ভারত সেবাশ্রম থেকে এই স্বামীজি কাশীবাটি গ্রামে গাড়ি নিয়ে চাঁদা সংগ্রহে যান। সেখানে এক বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে নাবালিকার সাথে অশ্লীল আচরন করে বলে অভিযোগ। কিছুক্ষণ বাদে মেয়েটি তার অভিভাবকদের ঘটনার কথা বললে উত্তেজিত হয়ে পরেন পরিবারের সদস্যরা।ঘটনার কথা জানাজানি হতেই সেখানে ভিড় জমান গ্রামের মানুষজন।
অভিযুক্ত স্বামীজিকে আটক করে চলে গনধোলাই। ভাংচুর করা হয় আশ্রমের গাড়িতেও। অভিযুক্তের কঠোর শাস্তির দাবী জানান সকলেই।এদিন টেলিফোনে এই খবর শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ। তিনি ঘটনার চরম নিন্দা করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।ঘটনাস্থলে পৌছেছে রায়গঞ্জ থানার পুলিশও। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত অনির্ব্বানানন্দ ও গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।