আরসিটিভি সংবাদ : দণ্ডি কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেপ্তার সহ একাধিক দাবিতে সোমবার ১২ ঘন্টা বাংলা বনধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান।
রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও এদিন সকাল ছয়টা থেকে বনধ পালিত হয়। বনধের সমর্থনে এদিন বালুরঘাটের মঙ্গলপুর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বনধ সমর্থকরা। ফলে বালুরঘাট শহর জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। সকাল সকাল বনধ সমর্থকেরা পথে নামায় বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ড থেকে কোনো বেসরকারি বাস চলাচল করে নি।
আরও পড়ুন – রায়গঞ্জে কর্তব্যরত অবস্থায় আত্মহত্যার চেষ্টা পুলিশ কর্মীর
তবে সরকারি বাস চলাচল করলেও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপোতে সেভাবে দেখা নেই যাত্রীদের। অন্যদিকে বনধ সফল করতে জেলার বুনিয়াদপুরের চকসাদুল্লা মোড়ে পিকেটিং করে বনধ সমর্থকরা। অবিলম্বে দন্ডি কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেপ্তার না করলে সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। অন্যদিকে, বনধকে উপেক্ষা করে রাস্তায় টোটো চালানোয় চাকায় কোপ বনধ সমর্থকদের। টোটো দুটি চাকা কেটে গেছে। ঘটনায় উত্তেজনা ছড়ায় বালুরঘাটের সাধনা মোড় এলাকায়।
আরও পড়ুন – রক্ত বিক্রি কান্ডে ধরা পরেও মিলল মুক্তি!
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বেলা পৌনে একটা নাগাদ বালুরঘাটের দিপালী নগর এলাকা থেকে যাত্রী চাপিয়ে হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছিলেন এক টোটো চালক। পথে সাধনা মোড় এলাকায় বনধ সমর্থক আদিবাসীরা টোটো টিকে আটকে রামদা ও কুড়ুল দিয়ে চাকায় কোপ মারেন। অভিযোগ টোটো চালক ও যাত্রীদেরও মারধর করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। সাধারণ মানুষ ছুটে এসে বনধ সমর্থকদের ধরে মারধর শুরু করেন। যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্ঠা করলেও উত্তেজনা রয়েই গেছে।
আরও পড়ুন – ২০ বছর নিখোঁজ, অবশেষে মিলল বাড়ির ঠিকানা
দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি উত্তর দিনাজপুরেও আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বনধকে কেন্দ্র করে মিশ্র প্রভাব পড়ল । উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে সোমবার সকাল থেকেই তীর ধুনুক নিয়ে কালিয়াগঞ্জের রসিদপুর এলাকায় রায়গঞ্জ – বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। সকাল থেকে বন্ধ রয়েছে দোকানপাট৷ যানবাহনও রাস্তায় তেমন ভাবে নেই।গণ্ডগোল রুখতে সকাল থেকে কালিয়াগঞ্জ কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, ৭ই এপ্রিলের পর ফের ৬ দফা দাবীতে ২২শে মে সোমবার গোটা রাজ্যজুড়ে ১২ ঘন্টা বনধ পালন করছে আদিবাসী সেঙ্গেল অভিযান।
আরও পড়ুন – পাট গাছ নষ্টের অভিযোগ উঠল বি এস এফের বিরুদ্ধে
যাকে ঘিরে এদিন সকাল থেকে ময়দানে নেমে পরেন আদিবাসীরা। তবে এদিনে বনধের তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি রায়গঞ্জ শহরে। সকাল থেকে বেসরকারি বাস না চললেও অন্যান্য পরিবহন সচল ছিল রায়গঞ্জে। টোটো, অটো কিংবা অন্যান্য পন্য বোঝাই গাড়িও চলতে দেখা যায়। কিছুকিছু দোকানপাট বন্ধ থাকলেও অপরদিকে তার উল্টো চিত্রও লক্ষ্য করা গিয়েছ। অন্যান্য সরকারি প্রতিষ্ঠানও এদিন খোলা ছিল। সোমবার সকালে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে কিছুক্ষণের জন্য পিকেটিং করা হয়। চলে স্লোগানও।
আরও পড়ুন – মাধ্যমিকে ষষ্ঠ দক্ষিণ দিনাজপুরের সতীর্থ
আদিবাসী সেঙ্গেল অভিযানের জেলা সভাপতি দুর্গা মুর্মু বলেন, আদিবাসী বিরোধী, ন্যায় বিরোধী কুর্মী মাহাতোদের পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এসটি তে সামিল করার প্রতিবাদে ও রাজ্য সরকারের প্রশাসনের বিরুদ্ধে তাদের এই আন্দোলন। মোট ৬ দফা দাবী তুলে ধরা হয়েছে সরকারের কাছে। এদিনের বনধ সর্বতোভাবে সফল হয়েছে বলে দাবী তার। পাশাপাশি তাদের দাবীদাওয়া পূরন না হলে আগামীতে আরও বৃহত্তর পরিসরে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন দুর্গা মুর্মু। অপরদিকে, নানা দাবীতে ডাকা আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা ১২ঘন্টা বনধ সফল করতে সোমবার উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার কানকি ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলো আদিবাসীরা।
আরও পড়ুন – কালিয়াগঞ্জে মীনাক্ষী মুখার্জি নেতৃত্বে প্রতিনিধি দল
আদিবাসীদের ওপর অত্যাচার ও সামাজিকভাবে বহিষ্কৃত আদিবাসী পরিবার গুলিকে সাংবিধানিক ন্যায় দেওয়ার দাবি সহ একাধিক দাবিতে এদিন ১২ ঘন্টা বনধের ডাক দেয় আদিবাসী সেঙ্গেল অভিযান। জাতীয় সড়ক অবরোধের জেরে ব্যাহত হয় যানবাহন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চাকুলিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। অবশেষে আদিবাসী সিঙ্গেল অভিযানের ধর্মঘটের দীর্ঘ চার ঘন্টা পর পুলিশি আশ্বাসে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি তুলে নিল আন্দোলনকারীরা। পরিস্থিতি স্বাভাবিক জাতীয় সড়কে। আদিবাসী সিঙ্গেল অভিযান কমিটির বেশ কয়েকটি দাবিতে ১২ ঘন্টা বাংলা বন্ধের কিছুটা হলেও সকাল সকাল প্রভাব লক্ষ্য করা যায় ইটাহারে। এদিন সংগঠনের নেতা কর্মীরা চৌরাস্তা মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
আরও পড়ুন – কালিয়াগঞ্জের অ্যাম্বুলেন্স কান্ডে ভুক্তভোগী পরিবারকে সহায়তা প্রদান কংগ্রেসের
উত্তর ও দক্ষিন দিনাজপুরের পাশাপাশি আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বনধ পালিত হল মালদা জেলার গাজোলেও। গাজোলের বামনগোলা মোরে রাস্তা অবরোধ করেন বনধ সমর্থকেরা। পাশাপাশি বনধের সমর্থনে মিছিল পিকেটিং করেন তারা। মোটের ওপর বনধ এখনও পর্যন্ত শান্তিপূর্ণ। অপ্রীতিকর ঘটনার খবর নেই। তবে গাজোলের বিভিন্ন জায়গায় খোলা রয়েছে দোকানপাট।গাজলের পাশাপাশি মালদাতে আদিবাসী সেঙ্গেল অভিযানের ১২ ঘন্টা বন্ধের ডাকা মিশ্র প্রভাব পড়ল । এদিন সকালে পুরাতন মালদার ৮ মাইলস্ট্যান্ডে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে মালদা জেলা আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা। মূলত ছয় দফা দাবি দাওয়া নিয়ে তাদের এই অবরোধ কর্মসূচি। অবরোধের জেরে আটকে পড়েছে যানবাহন। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।