নিউজ ডেস্ক :বাজির গুদামে অগ্নিকান্ডের ঘটনায় বিস্ফোরণে মৃত্যু হল দুজন শ্রমিক। গুরুতর জখম তিনজন। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর দমকলের নিয়ন্ত্রণে আসে আগুন। মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ বিস্ফোরণ হয় মালদার ইংরেজবাজার পুরসভার নেতাজি পুরবাজার এলাকায়।
গনি খান চৌধুরীর আমলে এই বাজার স্থাপিত হয়েছিল। বাজারে বাজির গুদামের পাশাপাশি ছোট-বড় নানা দোকান এই বাজারে রয়েছে। বাজির দোকানে আগুন লাগায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কারণ, প্রচুর পরিমাণে বাজি মজুত ছিল ওই গুদামে। মঙ্গলবার সকালে গুদামের সামনে গাড়ি থেকে কার্বাইড নামানো হচ্ছিল। সেই কার্বাইড অসাবধানতায় নীচে পড়ে গিয়ে হয় বিস্ফোরণ।বিস্ফোরণের ফলে গুদামে আগুন ধরে যায়। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। বিকট শব্দ ও ধোঁয়ায় ভরে যায় চতুর্দিক। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর জন্যে উপস্থিত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন মালদা অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ পুলিশ প্রশাসন। পাঁচটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর থেকে আরও দু’টি ইঞ্জিন আনানো হয়েছে।
অধিকার আদায়ে আদিবাসীদের ১২ ঘন্টার বন্ধে মিশ্র সাড়া গৌড়বঙ্গে
অন্যদিকে এদিন অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে দুই শ্রমিক।তাদের নাম মংলু ঋষি ও গণেশ কর্মকার। দুজনের বাড়ি ইংরেজবাজারের বিভিন্ন এলাকায়। তারা দুজনেই দীর্ঘদিন ধরে এই বাজারে শ্রমিকের কাজ করত।পরে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলে আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে কার্বাইডে বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের আধিকারিকেরা।