নিউজ ডেস্ক :বালুরঘাট ব্লকের দৌল্লা এলাকার অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের ডুমইর গ্রামের চক আমোদ কলোনির প্রায় ২৫ টি বাড়ি এবং দৌল্লা প্রাথমিক বিদ্যালয় প্রস্তাবিত বালুরঘাট হিলি রেললাইনের মধ্যে পড়েছে।
ইতিমধ্যেই জমিতে চিহ্নিতকরণের খুঁটিও বসানো হয়েছে। রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ব্যাপারে রাজ্য সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে। কিন্তু কোনও জমির দলিল বা পাট্টা না থাকায় বিপাকে পড়েছেন ওই কলোনির বাসিন্দারা। কারণ দলিল না থাকায় তারা জমির মূল্য পাবেন না। ফলে উচ্ছেদের আশঙ্কায় দিন গুণছেন তারা। তাদের প্রশ্ন জমি থেকে উচ্ছেদ হয়ে গেলে তারা কোথায় যাবেন? স্বাভাবিকভাবেই পুনর্বাসনের দাবিতে সরব হয়েছেন তারা।
এদিকে কলোনির বাসিন্দাদের সমর্থনে পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিজেপির পক্ষ থেকে জেলা শাসকের কাছে ওই এলাকার মানুষদের পুনর্বাসনের দাবি জানানো হবে বলে জানিয়েছেন বিজেপি জেলা সম্পাদক বাপি সরকার।পাশাপাশি একই দাবিতে সরব হয়েছেন বামফ্রন্টের আরএসপির রাজ্য সম্পাদক ও প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীও।
রায়গঞ্জে কর্তব্যরত অবস্থায় আত্মহত্যার চেষ্টা পুলিশ কর্মীর
তবে তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি সুভাষ চাকী জানান, পুনর্বাসনের বিষয়ে দলীয় এবং প্রশাসনিক স্তরে আলোচনা করা হবে। যদি সম্ভব হয়, প্রস্তাবিত রেলপথ একটু ঘুরিয়ে নিয়ে যেতে হবে অথবা ক্ষতির মুখে পড়া বাসিন্দাদের যাতে পুনর্বাসন হয় সেবিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে তারা কথা বলবেন বলে জানান তিনি।বালুরঘাট হিলি রেল পথের কাজ সম্পূর্ণ হলে সীমান্ত এলাকার সঙ্গে যুক্ত হবে বালুরঘাট৷ সেই নিরিখে এই প্রকল্প বেশ গুরুত্বপূর্ণ৷ জমি জটিলতা কাটিয়ে কতদিনে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয় এখন সেটাই দেখার।