কোচবিহারের কোনামুক্তায় আবাস যোজনার সার্ভে চলাকালীন সময়ে ২ তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল নির্দল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি আহত তৃণমূল কর্মী মোজাম্মেল হক অভিযোগ করে বলেন,
তৃণমূল নেতার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ
সকালে কোনামুক্তায় ৬/২৯৯ নম্বর বুথে আবাস যোজনার সার্ভে চলছিল। আবাস যোজনা প্রকল্পে নিজেদের নাম রয়েছে কিনা, সেইসব বিষয়ে জানতে আমি- মোজাম্মেল হক ও আতিকুল রহমান দুইজন মিলে সেখানে গেলে ৬/২৯৯ নম্বর বুথের নির্দল পঞ্চায়েত সদস্যা রৌশনা খাতুনের স্বামী তৈয়ব আলী ও তার লোকজন মিলে আমাদের আটকে দেয় ও মারধর করে। এরপর মোজাম্মেল ও আতিকুল দুজন কেই আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করায় চিকিৎসার জন্য।
ট্যাব দুর্নীতিতে স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করলো পুলিশ
যদিও নির্দল পঞ্চায়েত সদস্যা হিসেবে জয়লাভ করে পরবর্তীতে রৌশনা খাতুন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তবে আবাস যোজনা প্রকল্পে নিজেদের নাম আছে কিনা দেখতে গিয়ে দুই তৃণমূল কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়েছে।