নিয়োগ দুর্নীতি কান্ডে জেল বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ অনেকেই। এই ঘটনায় বারবার শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এবার দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের যুব সভাপতির বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে।
ট্যাব দুর্নীতিতে স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করলো পুলিশ
এক্স হ্যান্ডেলে এই তৃণমূল নেতার বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ তৃণমূল যুব সভাপতি তথা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অম্বরীশ সরকার চাকরি দেওয়ার নাম করে দশ লক্ষ টাকা নিয়েছেন। জেলার গঙ্গারামপুর মহকুমা আদালতে জনৈক্য কলকাতা নিবাসী কৌশিক গাঙ্গুলী মামলা করায়, আদালতের নির্দেশে কুশমন্ডি থানায় অম্বরীশ সরকারের বিরুদ্ধে এফআইআর করা হয়। সেই আদালতের নির্দেশের কপির স্ক্রিনশট দিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন।
বাসস্ট্যান্ডের জন্য শুরু উচ্ছেদ, পুনর্বাসন নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা
তবে এদিন সাংবাদিক সম্মেলন করে, তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তৃণমূল যুব সভাপতি অম্বরীশ সরকার। এই তৃণমূলেরই হাত রয়েছে বলে মনে করেন তিনি।