আরসিটিভি সংবাদ : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের কোচবিহারের নিউ বাসস্ট্যান্ড। মঙ্গলবার রাতে কোচবিহারের নিউ বাসস্ট্যান্ডে উত্তরবঙ্গ রাষ্ট্রপরিবহন সংস্থার দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে হঠাৎ আগুন লেগে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷
দ্রুত দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে৷ জানা গিয়েছে , কোচবিহার নিউ বাসস্ট্যান্ডের ডিপোতে পড়ে থাকা একটি গাড়ি হঠাৎ শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে। মূলত তুফানগঞ্জ লাইনের সেই গাড়ি ফিরে এসে বাসস্ট্যান্ডে রাখা হয়েছিল। সেখানে থাকা এক কর্মী আচমকাই বাসে আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি দমকলকে খবর দেন। ওই কর্মী সময়মতো যদি দেখতে না পেতেন তাহলে বড়সড়ো দুর্ঘটনা করতে পারতো।
আরও পড়ুন – একই রঙ দুই বাসের, বিভ্রান্তির শিকার যাত্রীরা
পরবর্তীতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিকদের খবর দেওয়া হয়। আগুন লাগার ঘটনা শোনা মাত্রই উত্তরবঙ্গ পরিবহন রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ঘটনাস্থলে ছুটে আসেন। তুমি এসে পুরো জিনিসটি খতিয়ে দেখেন এবং জানিয়েছেন যে কি কারনে এই শর্ট সার্কিট হল এই ধরনের ঘটনাগুলো বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি এখন থেকে প্রত্যেকটি ডিপোতে গাড়িগুলোকে রাখার পর তা চেক করা হবে এবং কি কি সমস্যা রয়েছে তা দেখা হবে বলে জানান তিনি।