আরসিটিভি সংবাদ : তুফানগঞ্জ-২ ব্লকের, বারকোদালি-১ গ্রাম পঞ্চায়েত সংলগ্ন গ্রামের রায়ডাক নদীর উপরে পাকা সেতুর দাবিতে সরব হলেন বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, বারকোদালি-১ গ্রামপঞ্চায়েতের মরা রায়ডাক নদীর ওপারে তিনটি বুথ মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষের বসবাস। বর্ষার সময় জীবনের ঝুঁকি নিয়ে ঘুরপথে রেল ব্রিজ দিয়ে পারাপার হতে হয় বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। শীতে নদীর জল কমলে অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করেন মানুষজন।
আরও পড়ুন – একত্রবাস রোগী ও ইঁদুরের
স্থানীয় বাসিন্দা বুলু দেবী জানিয়েছেন, রোগী নিয়ে হাসপাতালে যেতে চরম হয়রানি হতে হয় আমাদের। সেতু না থাকার জন্য কোনও গাড়ি বা অ্যাম্বুলেন্স আসেনা গ্রামে। চার-পাঁচ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এসে বাঁশের সাঁকো পার হলে গাড়ি পাওয়া যায়। মুবারক হোসেন নামে অপর এক গ্রামবাসী জানিয়েছেন, সেতু না থাকায় অ্যাম্বুলেন্স বা দমকল কোনটারই পরিষেবা মেলে না নদীর ওপারের মানুষদের।
আরও পড়ুন – রাজ্যের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য !
ভোট আসলে নেতাদের মুখে শুধু প্রতিশ্রুতি মেলে। ভোটের আগে শুধু শুধু সেতুর মাপজোক করে নিয়ে যায়। ভোটের আগে রাজনৈতিক দলের নেতারা বলে সেতু হবে। অনেকগুলো ভোট পেরিয়ে গেলেও আজও মেলেনি পাকা সেতু। যদিও গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরমা বর্মন বলেন, গ্রামবাসীদের সমস্যার কথা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
আরও পড়ুন – নিম্নমানের খাওয়ার দেওয়ার অভিযোগ এনে স্কুল ঘেরাও অভিভাবকদের
তবে স্থানীয় বিজেপির বিধায়ক ও সংসদরা এলাকার উন্নয়নের ব্যাপারে কোনরকম সহযোগিতা করে না।। এছাড়াও গ্রাম পঞ্চায়েতের এক বছরের উন্নয়নের মোট অর্থ দিয়ে লোহার সেতু তৈরীর বিষয়টি তিনি কর্তৃপক্ষকে জানিয়েছেন। আর তাছাড়া আসন্ন পঞ্চায়েত ভোটের প্রাক্কালে বা পরে গ্রামবাসীরা পাকা সেতু পাবেন বলে বিশ্বাস প্রধানের।