ব্রাউন সুগার সহ মালদার কালিয়াচকের দুই ব্যক্তিকে গ্রেফতার করলো দিনহাটা থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করলো দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র।
রেজিস্ট্রারের ঘরে ঢুকে বিক্ষোভ তৃণমূলপন্থী অশিক্ষক কর্মীদের
জানা গেছে , বেশ কিছুদিন আগে দিনহাটার পুঁটিমারী এলাকার মিলন রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করে পুলিশ । এরপরেই তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার শ্বশুর বাড়ী কালিয়াচক। সেই সূত্র ধরে ব্রাউন সুগারের দুই কারবারির সন্ধান পায় পুলিশ। সেই মতো ওত পেতে বসে থাকে পুলিশ । এরপরেই গতকাল রাতে দিনহাটা শহরে সেই ব্রাউন সুগার ডেলিভারি করতে আসে কালিয়াচকের দুই বাসিন্দা ।
রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ২০২৫ শিক্ষাবর্ষে পুজোয় ২৫ দিন টানা ছুটি
তখনই দিনহাটা থানার পুলিশ শহরে ৯ নং ওয়ার্ড থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। সাইদুল ইসলাম ও সালাম শেখ নামের কালিয়াচক এলাকায় দুই বাসিন্দা কে গ্রেফতার করে পুলিশ। ধৃততের কাছ থেকে ১৮০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। তার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা বলে জানা গেছে।