ট্যাব দুর্নীতিতে স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করলো পুলিশ। জানা গিয়েছে , শিবমন্দির লেনিন কলোনি থেকে স্বামী স্ত্রীকে ট্যাব দুর্নীতির মামলায় গ্রেপ্তার করলো পুলিশ। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ার থানায় অভিযোগ দায়েরের পর তদন্তে নামের পুলিশ ।
বাসস্ট্যান্ডের জন্য শুরু উচ্ছেদ, পুনর্বাসন নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা
এবং এই ট্যাব দুর্নীতির তদন্তে উঠে আসে মাটিগাড়ার লেলিন কলোনির দম্পতির নাম । পুলিশ সূত্রে খবর গত অক্টোবর মাসে স্বামী ও স্ত্রীর দুজনের একাউন্টে এই ট্যাবের টাকা ঢুকেছে । এরপর তদন্তে নেমে মাটিগাড়ার লেলিন কলোনি এলাকা থেকে দম্পতিকে গ্রেপ্তার করে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ার থানা। স্বামী স্ত্রী দুজনেই শ্রমিক বলে জানা গিয়েছে । ধৃতদের পরিচয়, রুকসানা খাতুন ও নজরুল ইসলাম, লেলিন কলোনির বাসিন্দা ।
আসন্ন জেলা অ্যাথলেট মিটকে সামনে রেখে প্রস্তুতি
তাদের ব্যাংক একাউন্টের ট্যাবের টাকা ঢুকেছিল বলে পুলিশ সূত্রে খবর । ধৃতদের একাউন্টে কিভাবে এই টাকা আসলো সেই বিষয়ে তারা অবগত নয় বলে দাবি তাদের । আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে পশ্চিম মেদিনীপুর রওনা দেবে পুলিশ। ।