অতিরিক্ত চোলাই মদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল একজনের। অসুস্থ আরও ১ । সোমবার বিকেলে তুফানগঞ্জ মহকুমার বক্সিরহাট থানার বারকোদালি-১ গ্রাম পঞ্চায়েতের নেতাজি ইটভাটা এলাকার ঘটনা। মৃতের নাম চক্রধর মান্তা ( ৫৫)।
চিকিৎসাধীন বন্দী পালাল হাসপাতাল থেকে
চিরঞ্জীত বর্মন নামে আরো এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তারা নেতাজি ইটভাটার শ্রমিক। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌছেছে তুফানগঞ্জ -২ ব্লকের প্রশাসনের কর্তারা।