বোনের বাড়িতে এসে অস্বাভাবিক মৃত্যু দাদার।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ ব্লকের জমিরডাঙ্গা এলাকায়।মৃত ব্যক্তির নাম দয়াল দাস (৭৬)।মৃত ব্যক্তির আত্মীয়ের অভিযোগ, সোমবার দয়াল দাস বোনের বাড়িতে ঘুরতে এসেছিলেন।
স্ত্রী খুনে ফাঁসির সাজা স্বামীর
সেখানে থেকে ওপর এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি।সেখানেই পূর্বের আক্রোশ বশত আত্মীয়ের প্রতিবেশীরা মিলে মারধর করে দয়াল দাসকে।এরপর রাতে আত্মীয়ের শোবার ঘরেই ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় দয়াল দাসকে।মাথাভাঙ্গা থানায় মৃত ব্যক্তির ছেলে গোটা বিষয়টির অভিযোগ দায়ের করেন।
বাবার হাতে খুন হল ছেলে! চাঞ্চল্য
পুলিশ জানিয়েছে দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।