হাতে আর মাত্র ৪ টা দিন। তারপরই রায়গঞ্জ শহরে টোটো চলাচলে জারি হতে চলেছে নয়া বিধি নিষেধ। পৌরসভা, পুলিশ-প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১লা জানুয়ারি থেকে এই নতুন নির্দেশিকা জারি হবে রায়গঞ্জে। রায়গঞ্জ শহরের যানজট নিরসন এবং শহরকে গতিশীল করতেই এই বিশেষ উদ্যোগ গৃহীত হয়েছে। প্রথমে একনজরে দেখে নেব কি কি বিধিনিষেধ জারি হতে চলেছে টোটো চলাচলের ক্ষেত্রে।
টোটো চলাচলে বিধিনিষেধঃ
★ ১লা জানুয়ারি ২০২৫ থেকে গ্রামীন এলাকার টোটো পৌর এলাকায় চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
★ পৌর এলাকার সবুজ রঙের টোটো সপ্তাহের সোমবার, বুধবার ও শুক্রবার এবং নীল রংয়ের টোটো সপ্তাহে মঙ্গলবার, বৃহস্পতিবার ও রবিবার চলবে।
★ প্রতি শনিবার পৌর এলাকায় সবুজ ও নীল উভয় রঙের টোটো চলাচল করবে।
★ পৌর এলাকায় প্রতিদিন রাত দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত সবুজ ও নীল উভয় রঙের টোটো চলাচলের ওপর কোন বিধি-নিষেধ থাকবে না।
★ সরকারি নির্দেশিকা অনুসারে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
★ টোটোর ডান দিকে যাত্রী ওঠানামা করা সম্পূর্ণ নিষিদ্ধ।
★ যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে টোটোর সামনে ও পেছনে লাইট লাগানো সহ লাইট ভিসুয়াল রিফ্লেটার লাগানো বাধ্যতামূলক।
★ টোটোর চালক হিসেবে কোন ড্রাইভার নিয়োগ করা যাবে না।
★ ১লা জানুয়ারি ২০২৫ থেকে পৌরসভার টিন নম্বর (TIN NO.) ছাড়া অন্য কোন টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
★ টোটো চালকের পরিচয় পত্র সংক্রান্ত কিউ আর কোড জনসাধারণের জ্ঞাতার্থে টোটোর সামনের কাঁচে লাগানো বাধ্যতামূলক।
এই সমস্ত নিয়মাবলী পালন না করলে পৌরসভার পক্ষ থেকে কড়া পদক্ষে গ্রহণ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই টোটোর কালার কোড প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি কাগজপত্র জমা দেওয়া এবং টিন নম্বরের ক্ষেত্রেও চলছে জোর তৎপরতা।
রতন জমাদার নামের এক টোটো চালক বলেন, কাগজপত্র জমা দিয়েছেন তিনি। তার টোটোর কালার কোড সবুজ। সপ্তাহে তিন দিন টোটো চালানোর ক্ষেত্রে অসন্তোষ প্রকাশ করলেন তিনি। তিন দিন টোটো চালালে সংসার চালানো মুশকিল হয়ে যাবে বলে দাবী তার।
পাচার বানচাল! ৯০ টি মহিষ সহ গ্রেপ্তার ২
দীনেশ মাহাতো নামের অপর এক টোটো চালক বলেন, তার টোটোরও কালার কোড সবুজ। কালার কোড মেনে সপ্তাহে তিন দিন চলবে টোটো। এতে আর্থিকভাবে সমস্যায় পড়তে হবে বলে জানিয়েছেন তিনি।
প্রকাশ্যে মহিলার টাকা ভর্তি ব্যাগ ছিনতাই দুষ্কৃতিদের
এ বিষয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসের সাথে। তিনি বলেন, প্রস্তুতি প্রায় শেষ। রায়গঞ্জ শহরের সমস্ত টোটো চালকরা যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার জন্য সকলকে ধন্যবাদ। এখন টোটো নিয়ে এই নয়া নির্দেশিকা শহরে যানজট নিরসনে কতটা প্রভাব ফেলবে তা অবশ্য সময়ই বলবে।