বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ডালখোলা থানার অসুরাগরের সুর্যাপুরের বস্তাডাঙ্গি এলাকায় একটি সুতলি বোমা উদ্ধার এর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনা সূত্রে জানা গিয়েছে, বুধবার আচমকাই একটি ফাঁকা জমিতে বোমা দেখতে পান স্থানীয়রা। ঘটনায় বোমাতঙ্কের সৃষ্টি হয় এলাকায়।
জমিতে জল দিতে গিয়ে রহস্য মৃত্যু এক ব্যক্তির
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, বোম স্কোয়াডের সদস্য। পুরো এলাকা ঘিরে রাখেন পুলিশকর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত হন ডালখোলা পুলিশ মহকুমা আধিকারিক রবিরাজ অবস্থি, ডালখোলা থানার ওসি দিবেন্দু দাস সহ অন্যান্যরা। এরপর ওই বোমা উদ্ধার করেন বোম স্কোয়াডের সদস্যরা। বোমাটিকে উদ্ধার করার পাশাপাশি এলাকারই একটি ফাঁকা মাঠে নিষ্ক্রিয় করেন তারা। এলাকায় আরো কোন বোমা মজুত রয়েছে কিনা সেবিষয়ে তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকেরা।
ভিন রাজ্যের সন্দেহভাজন অপরিচিত মানুষের তুলে দেওয়া হলো পুলিশের হাতে