খাদান ছবি নিয়ে সাংবাদিক বৈঠকে দেব

বড়দিনের আগে মুক্তি পেতে চলেছে সুজিত দত্ত পরিচালিত বাংলা ছবি “খাদান”।  ছবির প্রমোশনে ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে সফর করছেন ছবির অভিনেতা দেব এবং খাদানের টিম। মঙ্গলবার ছবির প্রোমোশনের রায়গঞ্জে এসেছে খাদানের টিম।

স্ত্রী খুনে ফাঁসির সাজা স্বামীর

বুধবার রায়গঞ্জের এসভিএফে সাংবাদিক বৈঠক করেন ছবির অভিনেতা দেব। তিনি বলেন, “রায়গঞ্জে এসে টিম খাদান প্রচুর ভালোবাসা পেয়েছে। বাংলা সিনেমা খাদানের মধ্যে দিয়ে উৎসব নিয়ে এসেছে। বাংলা সিনেমার প্রতি মানুষের যে ভালোবাসা ছিল সেটাকে পুনরায় ফিরিয়ে আনা হয়েছে।

বাবার হাতে খুন হল ছেলে! চাঞ্চল্য

এই প্রথমবার কলকাতার বাইরে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বাংলা সিনেমার প্রমোশন। আমরা চেষ্টা করছি খাদান প্রত্যেকটা মানুষের কাছে যাতে পৌঁছে যায়। মানুষ যাতে সিনেমা হলে গিয়ে বড় পর্দায় ছবিটি দেখেন। যে সমস্ত জায়গায় সিনেমা হল নেই মানুষের আগ্রহ থাকলে অবশ্যই সেখানে সিনেমা হল খুলবে।”

‘কৌন বনেগা ক্রোড়পতি’ -র মত বিখ্যাত রিয়ালিটি শোয়ে অংশগ্রহণ করে ২৫ লক্ষ টাকা জিতে তাক লাগিয়েছে রায়গঞ্জের স্কুল ড্রপ-আউট মিন্টু সরকার।

দেব আরও বলেন, “খাদান হল আমাদের গল্প। আমাদের রাজ্যের গল্প, আমাদের কালচারের গল্প। এখানে ডান্স, অ্যাকশন, গল্প সবটাই রয়েছে। দেব ১০ বছর পর আবার বড় স্কেলে ফিরছে। বর্তমানে আমরা বেশিরভাগ ছবি মোবাইলে দেখে থাকি। কিন্তু খাদান সিনেমা মোবাইল, ল্যাপটপ বা টিভিতে দেখার মত নয়। বড়পর্দায় এই সিনেমা দেখতে হবে। “

 

Next Post

অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশী নাবালিকাকে পাকড়াও বিএসএফের

Wed Dec 11 , 2024
অনুপ্রবেশের দায়ে বিএসএফের হাতে ধৃত বাংলাদেশের বাসিন্দা এক নাবালিকা।মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ফতেপুর বিওপি এলাকা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে সীমান্ত রক্ষী বাহিনী। এরপর তাকে তুলে দেওয়া হয় চোপড়া থানার পুলিশের হাতে। খাদান ছবি নিয়ে সাংবাদিক বৈঠকে দেব জানা গিয়েছে, বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা ওই নাবালিকা।তার সমস্ত […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম