বাংলাদেশের অরাজকর পরিস্থিতির জেরে বহু মানুষ পাড়ি দিচ্ছেন ভারতে। অনেকেই কাঁটাতার পেড়িয়ে বাংলায় প্রবেশ করছেন। এবারে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির জেরে কাঁটাতাড় পেরিয়ে এপারে এলেন ২ বৃদ্ধা। অবৈধ ভাবে অনুপ্রবেশের জেরে তাদের ঠাঁই হল জেলে। অর্থাৎ এপারে এসেও হলনা শেষ রক্ষা।
ধর্ষণের ঘটনায় ২ জনকে ১০ বছরের সাজা
জানা যায় ধৃতরা হল আধো বর্মন ও কাঞ্জু বালা। আধো বর্মনের বাড়ি বাংলাদেশের ঠাকুগঞ্জের সাইথিয়া এলাকায়। কাঞ্জু বালার বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার সিধালুরে। জানা যায়, তারা কালিয়াগঞ্জ থানার অন্তর্গত সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ধরা পরেন।
এক দেশ এক ভোট প্রস্তাবে কেন্দ্রীয় সিলমোহর, সংসদের চলতি অধিবেশনেই পেশ হতে পারে বিল
এরপর কালিয়াগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে তাদের। ২ জনকেই 14 a of foreigner act-এ ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।আধো বর্মনের ছেলে ভারতে বসবাসকারী সুরেন্দ্র বর্মন বলেন, বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ। সেখানে বিভিন্নরকম ভাবে ভয় দেখানো হচ্ছে।
রিলস বানতে গিয়ে দূর্ঘটনা,আহত ২
তাতে সন্ত্রস্ত হয়ে তার মা এপারে চলে এসেছেন। অপরদিকে কাঞ্জু বালা বলেন, ওপার বাংলায় চরম নির্যাতন চলছে। বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। ভয়ে তিনি রাধিকাপুর সীমান্ত দিয়ে এপারে চলে এসেছেন। তার মেয়ের বাড়ি গঙ্গারামপুরে।