বাবার হাতে খুন ছেলে! মোবাইল গেমে আসক্ত থাকার কারণে এই ঘটনা! বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার মৃতদেহ। কার্সিয়াং ব্লকের লোয়ার দুধিয়ার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । জানা গিয়েছে, গোপাল রাই নামের ওই ব্যক্তি তার ছেলের মোবাইল গেমে আসক্তির কারণে রাগের বশে এই ঘটনা ঘটিয়েছে।
যখন গোপাল তার স্ত্রীর কাছে তার ২৪ বছর বয়সী ছেলে রোহন রাইকে হত্যার কথা স্বীকার করে তখনই পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। জানা যায়, সোমবার ভোর রাত ৪ টে নাগাদ, গোপাল তার ছেলে রোহনকে ঘর থেকে টেনে বের করে কুড়াল দিয়ে তার ডান চোখ, কাঁধ ও মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলের। এরপর তাদের বাসভবনের পেছনে তিন ফুট গভীর গর্তে মৃতদেহ ফেলে দেয় তার বাবা গোপাল।
ভাঁপা পিঠের পসরায় ছেয়েছে বাজার
এরপর পাথর, কাদা এবং ঘাস দিয়ে মৃতদেহ লোপাটের চেষ্টা করে সে ।ঘটনার খবর পেয়ে গারিধুরা থানার পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহটি ওই ঘরের পেছনে থাকা সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ইতিমধ্যে গোপাল রাইকে গ্রেফতার করেছে গাড়িধুরা থানার পুলিশ।