নিউজ ডেস্কঃ ভয়ানক বিপদের সম্মুখীন পথ কুকুররা। আক্রান্ত হচ্ছে দুরারোগ্য ব্যাধিতে। যাকে ঘিরে চিন্তিত পশুচিকিৎসক থেকে পশুপ্রেমী মানুষজন। সম্প্রতি রায়গঞ্জ শহরের চতুর্দিকে পথকুকুরদের অসহায় অবস্থা চোখে পড়ছে। পশুচিকিৎসক দের মতে এই রোগটির নাম Transmissible venereal tumors। অর্থাৎ এটি এক ধরনের ক্যানসার। পুরুষ ও স্ত্রী উভয় পথকুকুর দের যৌনাঙ্গে এই সমস্যা দেখা যায়। যৌনাঙ্গ থেকে ক্রমাগত রক্ত ঝড়তে থাকে। সেখান থেকে টিউমার বৃদ্ধি পায়। আরও ভয়ানক বিষয় হল এই রোগ ছোঁয়াচে। এক থেকে একাধিক পথকুকুর এর দ্বারা আক্রান্ত হচ্ছে। জানা গিয়েছে, এর জন্য তাদের রক্তপরীক্ষা করে কেমোথেরাপি দিতে হয়। এর চিকিৎসাও অত্যন্ত ব্যয়বহুল। সঠিক চিকিৎসা না হলে আক্রান্ত পথকুকুরদের প্রানহানি ঘটবে বলেই জানিয়েছে পশু চিকিৎসকরা।
ডাক্তারী পড়ুয়ার নৃশংস খুনে গ্রেপ্তার ১, শনিবারও উত্তাল আর জি কর
রায়গঞ্জের পশু চিকিৎসক ডাঃরাকেশ মন্ডল জানান, এটি এক ধরনের ক্যান্সার। এক কুকুর থেকে আরেক কুকুরের সংক্রামিত হয়। সঠিক চিকিৎসা ছাড়া এই রোগ নিরাময় করা সম্ভব নয়। যৌন মিলনের মাধ্যমে সব থেকে বেশি পথদের মধ্যে এই রোগ ছড়ায়। তাই এই রোগ নিয়ন্ত্রণ করতে হলে পথ কুকুরদের জন্মনিয়ন্ত্রণ রোধ করা আবশ্যক।
ভাঙন প্রতিরোধে প্রশাসনিক তৎপরতা, ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি
উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের সম্পাদক গৌতম তান্তিয়া জানান, দের মধ্যে এই রোগ বেশি পরিমাণে দেখা যাচ্ছে। পথ কুকুরদের যৌন মিলনের সময় আঘাত লাগার কারণে এমনটা হচ্ছে। এই রোগ সংক্রামক। শহরে ভয়াবহ আকার ধারণ করবে। রোগের চিকিৎসাও অত্যন্ত ব্যয়বহুল। তাই সরকারিভাবে সেল্টারের দাবি জানিয়েছেন তিনি।
প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
পিপল ফর অ্যনিম্যালসের সদস্য দেবাশীষ দাস জানান, এখনো পর্যন্ত তিন শতাধিক পথকুকুরের এই রোগ হয়েছে বলে জানতে পারা গিয়েছে। বেশ কিছু পথ কুকুরের চিকিৎসাও করা হয়েছে। তবে এই চিকিৎসা ব্যয়বহুল। সরকারিভাবে কোন সুযোগ সুবিধা মিলছে না। অবিলম্বে সরকারিভাবে সেল্টার তৈরির দাবি জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে পোষ্য কুকুরগুলিকে ঘরের বাইরে না আনার বিষয়েও পরামর্শ দিয়েছেন তিনি।
একই লাইনে দুটি ট্রেন, ভাইরাল ভিডিও ঘিরে আলোড়ন।দূর্ঘটনা নয়,রেলের স্বাভাবিক নিয়মে এমন ঘটনা দাবি রেলের