অনুপ্রবেশের দায়ে বিএসএফের হাতে ধৃত বাংলাদেশের বাসিন্দা এক নাবালিকা।মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ফতেপুর বিওপি এলাকা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে সীমান্ত রক্ষী বাহিনী। এরপর তাকে তুলে দেওয়া হয় চোপড়া থানার পুলিশের হাতে।
খাদান ছবি নিয়ে সাংবাদিক বৈঠকে দেব
জানা গিয়েছে, বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা ওই নাবালিকা।তার সমস্ত পরিবার ইস্কনের ভক্ত।শুধুমাত্র এই অপরাধে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল।প্রাণ বাচাতে ভারতে পালিয়ে আসে সে।জলপাইগুড়ির বেলাকোবায় এক আত্মীয়র বাড়ি যাওয়ার উদ্দেশ্য ছিল তার।তার কাছ থেকে বেলাকোবার সেই আত্মীয়র ফোন নাম্বার পেয়ে পুলিশ তাদের রাতেই চোপড়া থানায় ডেকে পাঠায়।
ডিজেল চুরি করে পালানোর সময় দূর্ঘটনার কবলে বোলেরো, আহত ২
এরপর জিঞ্জাসাবাদ করার পর আইনানুগ পদক্ষেপ নিয়ে জেলার শিশুকল্যান সমিতির মাধ্যমে তাকে হোমে পাঠানোর ব্যাবস্থা করে পুলিশ। বুধবার ধৃত ওই নাবালিকাকে আদালতে তোলা হবে।
এদিন বিকেলে ঐ নাবালিকাকে রায়গঞ্জের জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হল।সরকারী আইনজিবী প্রদীপ অধিকারী বলেন, চোপড়ায় বিএসএফের হাতে ধরা পড়েছিল নাবালিকা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। চোপড়া থেকে ঐ নাবালিকাকে রায়গঞ্জের জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছিল। রায়গঞ্জ জুভেনাইল জাস্টিস বোর্ড থেকে তাকে কোচবিহারের হোমে পাঠানো হয়েছে।
বোনের বাড়িতে এসে অস্বাভাবিক মৃত্যু দাদার