নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার সহ তিন পাচারকারী গ্রেফতার

নিউজ ডেস্ক : গোপনসুত্রে পাওয়া খবরের ভিত্তিতে ব্রাউন সুগার সমেত দুই মহিলা সহ মোট তিনজনকে আটক করলো স্পেশাল টার্স্ক ফোর্স। মঙ্গলবার রাতে মালদার রথবাড়ি এলাকায় এক বেসরকারি বাসে তল্লাশি চালিয়ে তাদের পাকড়াও করা হয়।

জমি বিবাদে মৃত এক, অভিযোগ শাসকদলের নেতার বিরুদ্ধে

ধৃতরা কালিয়াচকের সুজাপুর থেকে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার নিয়ে বহরমপুর-শিলিগুড়িগামী এক বেসরকারি বাসে উঠে বসে এস.টি.এফ বাসটিকে রথবাড়িতে থামিয়ে তল্লাশিচালিয়ে ৭৩২ গ্রাম নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার সহ তিন পাচারকারীকে গ্রেফতার করে।ধৃতরা হল সাবিনা খাতুন ,শামীমা বিবি ও জিয়াউল্লা হক।এদের বাড়ি কালিয়াচকের বামনগ্রাম দহপাড়া এলাকায়।ধৃতদের ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয় এসটিএফ।বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়

Next Post

গাজোল কান্ডে ডাকাতদের সঙ্গে গুলির লড়াই পুলিশের, গ্রেফতার ৪

Thu Jul 25 , 2024
নিউজ ডেস্কঃ  মালদা জেলার গাজোলের কৃষ্ণপুর এলাকার কৃষি সমবায় উন্নয়ন সমিতির ব্যাংকে দিনের আলোয় দু:সাহসিক ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। জমি বিবাদে মৃত এক, অভিযোগ শাসকদলের নেতার বিরুদ্ধে বুধবার দুপুরে কৃষ্ণপুর এলাকার কৃষি সমবায় ব্যাংকে হানা দেয় ৮/১০ জনের এক সশস্ত্র ডাকাত দল৷ বাধা দিতে গেলে এক ব্যাংক […]

আপনার পছন্দের সংবাদ