২৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট, নগদ ৬ লক্ষ টাকা সমেত তিনটি ধারালো উদ্ধার করল তুফানগঞ্জ থানা পুলিশ। ঘটনায় অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হন দুই পুলিশ কর্মী। জানা গিয়েছে, তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বালাভূত গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাভূত এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে হামিদুল হক নামে এক ইয়াবা ট্যাবলেট পাচারকারীর বাড়িতে অভিযান চালাতে যায় পুলিশ।
নয়া নির্দেশিকার প্রতিবাদে বিক্ষোভ সভা গ্রামীণ টোটো চালকদের
অভিযান চালাতে গিয়ে হামিদুল হকের আত্মীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশ কর্মীদের। ঘটনায় পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্ত হামিদুল হক। যদিও পরবর্তীতে বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট,নগদ ছয় লক্ষ টাকা,তিনটি মোবাইল ও তিনটি ধারালো অস্ত্র। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করে তুফানগঞ্জ থানার পুলিশ। এ বিষয়ে কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা বলেন, অভিযুক্ত ব্যক্তি অসম থেকে মাদকদ্রব্য এনে বাংলায় কারবার চালাতো সেই খবরের ভিত্তিতেই অভিযান চালায় পুলিশ।