মালদা, ৩১ আগস্ট : গোপনসুত্রে খবর পেয়ে নগদ কুড়ি লক্ষ টাকা ও ব্রাউন সুগার সহ দার্জিলিং জেলার বাসিন্দা দুই ব্যক্তিকে সোমবার রাতে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। এদিন রাতে মালদার নবাবগঞ্জ এলাকা থেকে তাদের পাকড়াও করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সুরেশ কুমার খারকা ছেত্রী ও ওম প্রকাশ ডাহান।তাদের বাড়ি দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায়।এদিন গভীর রাতে নবাবগঞ্জ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ভিন জেলা থেকে আসা এই গাড়িটি।গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে কুড়ি লক্ষ টাকা নগদ ও 310 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। আটক করা হয়েছে তাদের গাড়িটিকেও।মালদাকে কড়িডর করে তারা এই ব্রাউন সুগারগুলি পাচার করছিল। পাশাপাশি উদ্ধার হওয়া নগদ টাকা মাদক কেনাবেচার ক্ষেত্রে ব্যবহৃত হবে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। সেক্ষেত্রে ঝুঁকি এড়াতে
৩৪ নম্বর জাতীয় সড়কের পরিবর্তে মালদার নবাবগঞ্জ এলাকা হয়ে শহরে প্রবেশের পরিকল্পনা নিয়েছিল ধৃতেরা। মঙ্গলবার তাদের মালদা জেলা আদালতে তোলা হয়। এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।