করোনাকালে বন্ধ ছিল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি।কিন্তু করোনা মহামারির টেশ কাটার পর রাজ্যের স্কুলগুলি পুনরায় খুললে পুজাবকাশে কোপ পরে প্রাথমিক স্কুলগুলির।লক্ষ্মী পুজোর পর খুলে যেত রাজ্যের প্রাথমিক স্কুলগুলি।আগামী শিক্ষাবর্ষে ব্যতিক্রম ঘটতে চলেছে এই ছুটির।
চার রাজ্যকে যুক্ত করে কেন্দ্রীয়স্তরে বাম্বু মিশন চালুর আশ্বাস কেন্দ্রের
রাজ্যের প্রাথমিক স্কুলগুলির জন্য ২০২৫ শিক্ষাবর্ষে ছুটির তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।২০২৫ শিক্ষাবর্ষে টানা ২৫ দিন বন্ধ থাকবে রাজ্যের প্রাথমিক স্কুলগুলি।২০২৫ শিক্ষাবর্ষে ২৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে থাকবে পুজোর ছুটি।২৫ তারিখ ফের প্রাঘমিক স্কুলগুলি খুললেও ২৬ তারিখ রবিবার এবং ২৭ ও ২৮ অক্টোবর ছট পুজোর জন্য ছুটি থাকবে প্রাথমিক স্কুলগুলি।
ইন্ডিয়া জোটের মুখ মমতা!কি বলছেন অভিষেক?
তবে গরমের ছুটি কমিয়ে আনা হয়েছে।গরমে প্রাথমিক স্কুলগুলি ছুটি থাকবে ৯ দিন।২ মে থেকে ১২ মে পর্যন্ত থাকবে গ্রীষ্মবকাশ।তবে রাজ্যের জেলাগুলিতে আবহাওয়া তারতম্যের কারনে ভিন্ন ভিন্ন সময়ে গরমের প্রবনতা রয়েছে।২০২৫ শিক্ষাবর্ষে গরমের প্রকারভেদে প্রাথমিক স্কুলগুলি সকালে চালানো কোনও নির্দেশ পরবর্তীতে বের হয় কিনা সেদিকেই তাকিয়ে রাজ্যের শিক্ষা মহল।পুজোয় টানা ছুটি থাকলেও সারাবছর ৬৫ টি ছুটিই রয়েছে প্রাথমিক স্কুলগুলির জন্য।
ভারতের কাঁটাতারের ওপারে ভূখন্ডে আগুন, চাঞ্চল্য
শিক্ষাবর্ষে তিনটি মূল্যায়নকে ভাগ করে ১ জানুয়ারী থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রথম পর্যায়ে স্কুল ছুটি থাকছে ১৪ দিন,১৬ এপ্রিল থেকে ৭ আগষ্ট দ্বিতীয় পর্যায় ছুটি থাকছে ১৪ দিন এবং ৮ আগষ্ট থেজে ৩১ ডিসেম্বর তৃতীয় পর্যায় ছুটি থাকছে মোট ৩৭ দিন।জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিবেচনাধীন থাকছে ২ টি ছুটি।সব মিলিয়ে আগামী শিক্ষাবর্ষে পুজোয় টানা ছুটি পেতে চলেছেন প্রাথমিক স্কুলগুলির শিক্ষক এবং পড়ুয়ারা।