হোটেলে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে ডিজেল চুরি করে পালানোর সময় বোলারো গাড়ি নিয়ে জাতীয় সড়কে পাল্টি খেল চোর। বোলেরো গাড়িতে থাকা তিনজনের মধ্যে আহত হয়েছেন ২ জন। তাদের তিনজনের বাড়ি গোয়ালপোখর ও কিশানগঞ্জ থানা এলাকায়।
বোনের বাড়িতে এসে অস্বাভাবিক মৃত্যু দাদার
ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার তিতপুকুর পোড়ামনি এলাকায় জাতীয় সড়কের উপর। স্থানীয় সূত্রে জানা যায়, ঘন কুয়াশায় জেরে ধীর গতিতে চলছে যানবাহন। করণদিঘী থানার বিহিনগরে জাতীয় সড়কের পাশে একটি লাইন হোটেলে একটি কনন্টেনার গাড়ি দাঁড়িয়েছিল।
স্ত্রী খুনে ফাঁসির সাজা স্বামীর
সেই গাড়ি থেকে ডিজেল চুরি করতে এসেছিল বেলারো গাড়িটি। ডিজেল চুরি করে পালানোর সময় পোড়ামনি জাতীয় সড়কে উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে বোলারো গাড়িটি। ঘটনাস্থল পৌঁছায় করণদিঘী থানার পুলিশ। বোলারো গাড়িতে থাকা আহত ২ জনকে উদ্ধার করে করণদিঘী গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যায়।
বাবার হাতে খুন হল ছেলে! চাঞ্চল্য
এক জনকে আটক করে। করণদিঘী থানার পুলিস জানিয়েছে, একটি বোলারো পিকআপ ভ্যান জাতীয় সড়কে উল্টে পড়ে মোট ২ জন আহত হয়েছে। তারা করণদিঘী গ্ৰামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিশ।