ডিজেল চুরি করে পালানোর সময় দূর্ঘটনার কবলে বোলেরো, আহত ২

হোটেলে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে ডিজেল চুরি করে পালানোর সময় বোলারো গাড়ি নিয়ে জাতীয় সড়কে পাল্টি খেল চোর। বোলেরো গাড়িতে থাকা তিনজনের মধ্যে আহত হয়েছেন ২ জন। তাদের তিনজনের বাড়ি গোয়ালপোখর ও কিশানগঞ্জ থানা এলাকায়।

বোনের বাড়িতে এসে অস্বাভাবিক মৃত্যু দাদার

ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার তিতপুকুর পোড়ামনি এলাকায় জাতীয় সড়কের উপর। স্থানীয় সূত্রে জানা যায়, ঘন কুয়াশায় জেরে ধীর গতিতে চলছে যানবাহন। করণদিঘী থানার বিহিনগরে জাতীয় সড়কের পাশে একটি লাইন হোটেলে একটি কনন্টেনার গাড়ি দাঁড়িয়েছিল।

স্ত্রী খুনে ফাঁসির সাজা স্বামীর

সেই গাড়ি থেকে ডিজেল চুরি করতে এসেছিল বেলারো গাড়িটি। ডিজেল চুরি করে পালানোর সময় পোড়ামনি জাতীয় সড়কে উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে বোলারো গাড়িটি। ঘটনাস্থল পৌঁছায় করণদিঘী থানার পুলিশ। বোলারো গাড়িতে থাকা আহত ২ জনকে উদ্ধার করে করণদিঘী গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যায়।

বাবার হাতে খুন হল ছেলে! চাঞ্চল্য

এক জনকে আটক করে। করণদিঘী থানার পুলিস জানিয়েছে, একটি বোলারো পিকআপ ভ্যান জাতীয় সড়কে উল্টে পড়ে মোট ২ জন আহত হয়েছে। তারা করণদিঘী গ্ৰামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিশ।

Next Post

খাদান ছবি নিয়ে সাংবাদিক বৈঠকে দেব

Wed Dec 11 , 2024
বড়দিনের আগে মুক্তি পেতে চলেছে সুজিত দত্ত পরিচালিত বাংলা ছবি “খাদান”।  ছবির প্রমোশনে ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে সফর করছেন ছবির অভিনেতা দেব এবং খাদানের টিম। মঙ্গলবার ছবির প্রোমোশনের রায়গঞ্জে এসেছে খাদানের টিম। স্ত্রী খুনে ফাঁসির সাজা স্বামীর বুধবার রায়গঞ্জের এসভিএফে সাংবাদিক বৈঠক করেন ছবির অভিনেতা দেব। তিনি বলেন, “রায়গঞ্জে এসে […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম