নিউজ ডেস্ক , ২০ নভেম্বর : সোমবার শেষ হল ছটপুজো। রীতি মেনে এদিন উদীয়মান সূর্যকে অর্ঘ্য প্রদান করলেন অজস্র ছট পুন্যার্থী। বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি উত্তর দিনাজপুর জেলার করণদিঘীতেও। প্রতিবছরই করনদিঘীর ঐতিহ্যবাহী করণরাজার পুকুরে যথেষ্ট ধুমধামের সাথে ছট পুজো অনুষ্ঠিত হয়।
সোমবার ভোরে করনরাজার পুকুরে ছট ঘাট পরিদর্শন করলেন করণদিঘীর বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, রায়গঞ্জ পুলিশ জেলার DSP লিয়ন তামাঙ। সেখানে উপস্থিত ছিলেন সভাধিপতি পম্পা পাল ও বিধায়ক গৌতম পাল। করণরাজার পুকুরে যাবতীয় রীতি মেনে ছট পুজো করলেন তারা। বিধায়ক গৌতম পাল ডালখোলা থেকে দোমোহনা, টুঙিদিঘী, করনদিঘী সর্বত্রই উৎসবের ছবি। ঐতিহাসিক করনরাজার পুকুরে এসে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনায় ব্রতী হয়েছেন। সকলকে ছট পুজোর শুভেচ্ছা জানালেন বিধায়ক ও সভাধিপতি।