নিউজ ডেস্ক , ২১ ডিসেম্বর : সোনার গয়না পালিশের নামে কৌশলে এক গৃহবধূর কাছে থেকে ৪ লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দিল ২ দুস্কৃতী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন সোনার গয়না হারিয়ে কার্যত কান্নায় ভেঙে পড়েছেন টুঙ্গিদিঘী ভাঙ্গাপাড়া গ্রামের গৃহবধূ ।
৫ বছরের নাবালিকাকে যৌন নিগ্রহ , অভিযুক্তকে ১০ বছরের কারাদন্ডের নির্দেশ
করণদিঘী থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন গৃহবধূ । বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ করণদিঘি থানার টুঙ্গিদিঘী ভাঙ্গাপাড়া গ্রামের নিজের বাড়িতে রান্না সহ বাড়ির সাংসারিক কাজ করছিলেন গৃহবধূ কনিকা মজুমদার। স্বামী কাজ করতে যায় । কনিকা মজুমদার জানান এদিন দুপুর বেলা কাঁধে ব্যাগ নিয়ে অপরিচিত দুই ব্যক্তি বাড়িতে ঢোকেন।
ঘর থেকে আপত্তি জনক অবস্থায় উদ্ধার এক মহিলা ও এক ব্যক্তি
তারপরেই বাড়ির কাঁসার আসবাবপত্র পরিষ্কার করে দেওয়ার কথা বললে, সরল মনে দিয়ে দেন গৃহবধূ কনিকা মজুমদার। কাসার বাসন মাজতেই তারপরেই কার্যত সুকৌশলে সোনার গয়না চেয়ে বসে ওই লোকটি। প্রথমে দিতে চাননি তার কিছুক্ষণ পড়ে কোনোরকম সন্দেহ না করেই সোনার গয়না পরিষ্কার করতে দিয়ে দেন গৃহবধূ । এরপর তা নিয়ে আম্পট দেয় দুস্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।