নিউজ ডেস্ক , ৩ ডিসেম্বর : কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দিকে দিকে আন্দোলনে নেমেছে তৃনমূল। তারই অঙ্গ হিসেবে রবিবার করনদিঘীতে অনুষ্ঠিত হল তৃণমূলের প্রতিবাদ মিছিল।
এদিন উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত করণদিঘী কিষাণ মান্ডির মাঠ থেকে করণদিঘী হাইস্কুল ও রসাখোয়া বাসস্ট্যান্ড থেকে রসাখোয়া শিলিগুড়ি মোড় সহ দোমহনা বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে প্রতিবাদ মিছিল পরিক্রমা করে। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পাল, উওর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ রসাখোয়া ১ নং ও ২ নং গ্রাম পঞ্চায়েত, করণদিঘী ১ নং ও করণদিঘী ২ নং গ্রাম পঞ্চায়েত এবং দোমহনা গ্ৰাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এদিন তীব্র আক্রমণ সানান বিধায়ক গৌতম পাল।