নিউজ ডেস্ক : ফের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমায়। তৃণমূল কংগ্রেসের বৈঠকে চললো গুলি। দলীয় বৈঠক থেকে বেরোনোর সময় গুলি করে খুন করা হল এক তৃণমূল কর্মীকে।বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের দিঘাপানায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এদিন দিঘাপানায় বুথ কমিটির বৈঠক ডেকেছিল তৃণমূল।
আরও পড়ুন স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ফাঁকিবাজির অভিযোগ
পঞ্চায়েত ভোটে কাকে টিকিট দেওয়া হবে সেই বিষয়ে বৈঠক ডাকা হয়েছিল। তা শেষ হওয়ার পরেই এই ঘটনা ঘটে। বৈঠক সেরে বেরোনোর সময় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তড়িঘড়ি তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।মৃত ওই ব্যক্তির নাম ফইজুল রহমান।এছাড়াও গুলিতে আহত হয়েছে তিন জন।আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
আরও পড়ুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে এসে গ্রামবাসীদের হাতে হেনস্থা সুপারভাইজার
গুলিচালানোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী। এলাকায় উত্তেজনা প্রশমণে বসানো হয়েছে পুলিশ পিকেট। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।পঞ্চায়েতের প্রার্থী তালিকা নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা।শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা, এমন তথ্যও উঠে আসছে স্থানীয়দের তরফে।
আরও পড়ুন সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি !
অন্যদিকে গুলিচালানোর ঘটনা স্বীকার করে নিয়েছে স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বোমাবাজি, গুলি চালানোর মত ঘটনায় বারংবার উত্তপ্ত হয়েছে ইসলামপুর মহকুমার বিভিন্ন এলাকায়। এই গন্ডগোলের নেপথ্যে বারংবার উঠে এসছে গোষ্ঠীদ্বন্দ্ব ও দলীয় কোন্দলের তত্ত্বও। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা নাকচ করে দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা।