নিউজ ডেস্কঃ অযোধ্যার রাম মন্দিরে অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ২২শে জানুয়ারি সিজারিয়ান সেকশন ডেলিভারি করার জন্য কানপুরের একটি সরকারি হাসপাতালের ডাক্তারদের অনুরোধ করেছেন বেশ কিছু গর্ভবতী মায়েরা।
গর্ভবতী মা এবং তাদের পরিবারের সদস্যরা ডাক্তারদের কাছে অনুরোধ করেছেন যদি তাদের সন্তান প্রসবের তারিখ ২২শে জানুয়ারির কয়েকদিন আগে কিম্বা পরেও হয়, সেটিকে উল্লেখিত “শুভ” দিনে করানোর অনুরোধ জানিয়েছেন। মায়েরা বিশ্বাস করেন যে ভগবান রাম বীরত্ব, সততা এবং আনুগত্যের প্রতীক, তাই মন্দিরে ‘প্রাণ প্রতিষ্ঠা’-এর দিনে জন্ম নেওয়া শিশুদেরও একই গুণাবলী থাকবে।
রাম মন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানে ১ লক্ষ লাড্ডু
কোনও সন্তানসম্ভবা মায়ের বক্তব্য, “আমি আশা করি যে ওই শুভ দিনে সন্তান জন্ম নিলে আমার সন্তান বড় হয়ে সাফল্য এবং গৌরব অর্জন করবে। কোনও মা এও বলেন, “ভগবান রামের ধর্ম এবং আধ্যাত্মিকতা বোধ একজন ব্যক্তিকে জীবনের চাপ মোকাবেলা করার এবং একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখার শক্তি প্রদান করে।”
রাম মন্দিরের প্রথম ধাপের কাজ প্রায় শেষের দিকে। সেই দিনকে ঘিরে মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২২শে জানুয়ারি রাম লালার মূর্তির অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।