নিউজ ডেস্ক : অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পচা ডিম এবং নিম্নমানের খাওয়ার দেওয়ার অভিযোগ, অভিযোগের ভিত্তিতে কেন্দ্র পরিদর্শন করতে এসে সুপারভাইজারকে তালা বন্ধ করে আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের। বুধবার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, এলাকার অঙ্গনওয়ারী কেন্দ্র থেকে বাচ্চাদের জন্যে পচা ডিম দেওয়া হয়েছে। এমনকি যে খাওয়ার দেওয়া হয় তাও অতীব নিম্নমানের। ওই খাওয়ার খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে বলে অভিযোগ। এনিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী বিনতি দাস এবং সহায়িকার বিরুদ্ধে অভিযোগ করে গ্রামবাসীরা। ওই কর্মীকে বদলির দাবী জানিয়েছেন এলাকাবাসীরা।
আরও পড়ুন রাম নবমীর মেলা ঘিরে অনিশ্চয়তা
অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার সেই কেন্দ্র পরিদর্শনে আসেন অঙ্গনওয়ারী সুপারভাইজার রুমি মন্ডল।অভিভাবকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি।কিন্তু ক্ষুব্ধ অভিভাবকরা সুপারভাইজার রুমি মন্ডলকে তালা বন্ধ করে আটকে রাখেন।
আরও পড়ুন জেলা জুড়ে সুচনা হলো পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের
অঙ্গনওয়ারী কেন্দ্রে গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শিশু বিকাশ প্রকল্প আধিকারিক আব্দুল সাত্তার। গ্রামবাসীদের হাতে তাকেও হেনস্থা হতে হয়। যদিও পরে গ্রামবাসীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমনকী ওই কেন্দ্রের কর্মী বিনতি দাসকে অন্যত্র বদলী করে দেওয়া হবে বলে জানিয়েছে প্রকল্প আধিকারিক আব্দুল সাত্তার।
আরও পড়ুন অ্যাম্বুলেন্স পরিষেবায় অগ্রনী ভূমিকা রায়গঞ্জ পৌরসভার
অন্যদিকে এদিন গ্রামবাসীদের সঙ্গে বিক্ষোভে সামিল হয়েছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরাও। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। যদিও এবিষয়ে দলের অঞ্চল চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা জানিয়েছেন, ওই কেন্দ্র থেকে বহুদিন ধরেই অনিয়ম হয়ে আসছে। এই অন্যায়ের প্রতিবাদে এদিন দলের কর্মীরা সামিল হয়েছে বলে দাবী তার।