আরসিটিভি সংবাদ : পানীয় জল পাচ্ছ না গ্রামের সাধারণ মানুষ অথচ সেই জল কলকলিয়ে চলে যাচ্ছে চাষের জমিতে। কাঠগড়ায় খোদ জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাম্প অপারেটর শ্যামল মণ্ডল ও তার ছেলে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় মণ্ডল।
এমনই অভিযোগে সরব হল বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের নক্সা গ্রামের বাসিন্দারা। জানা গিয়েছে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের নকশা, মাঝিগ্রাম, সাঁতরাই গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পানীয় জলের পাইপলাইন রয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মাধ্যমে গ্রামগুলিতে পানীয় জল দেওয়ার কথা থাকলেও তা নিয়মিত জল পান না বলে অভিযোগ৷ কিন্তু সেই জল রীতিমতো নিজের জমিতে নিয়ে নিচ্ছেন পি এইচ এর পাম্প অপারেটর শ্যামল মন্ডল। গ্রামবাসীদের অভিযোগ, শ্যামল মন্ডলের ছেলে সঞ্জয় মন্ডল বালুরঘাট থানার সিভিক ভলান্টিয়ার।
আরও পড়ুন – অ্যাম্বুলেন্স পরিষেবায় অগ্রনী ভূমিকা রায়গঞ্জ পৌরসভার
সঞ্জয় মন্ডল তার প্রভাব খাটিয়ে তাদের বঞ্চিত করে এই বেআইনি কাজ করে চলেছেন। গ্রামবাসীরা দাবি, ডিউটির অধিকাংশ সময় পাম্প অপারেটর থাকে না, তার ছেলে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় মন্ডলই জলের মেশিন চালান। সেই সঙ্গে প্রভাব খাটিয়ে নিজেদের চাষের জমিতে জল নেন। এমনকি পাম্পিং ঘরের সামনেই গোয়াল ঘর পর্যন্ত বানিয়েছেন ওই সিভিক ভলান্টিয়ার। যদিও পাম্প অপারেটর শ্যামল মন্ডল এবং তার ছেলে সঞ্জয় মন্ডল উভয়ই গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন – সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে আর্থিক প্রতারণাচক্র
পাম্প অপারেটর শ্যামল মণ্ডল জানান, তার ছেলে নয় তিনিই পাম্প চালান, ওয়াশ করার জন্য ওই জল মাঝে মধ্যে ছাড়া হয়।ঘটনার প্রতিবাদে রবিবার গ্রামবাসীরা ওই পি এইচ ই পাম্পিং স্টেশনে তারা ঝুলিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। এলাকায় পৌঁছান তৃণমূল পরিচালিত ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধানও।
প্রধান মুকুল বর্মন জানান বিষয়টি বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। অথচ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে এই ঘটনায় একযোগে সরব হয়েছে তৃণমূল এবং বিজেপি। গ্রামবাসীদের জন্য পানীয় জল কেন চাষের জমিতে দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তোলে দুই দলই৷