নিউজ ডেস্ক , ৬ সেপ্টেম্বর : বগুলা গ্রামীন হাসপাতালের নাম বদল। বগুলা গ্রামীন হাসপাতালের নাম বদলে রাখা হয়েছে স্বপ্নদ্বীপ গ্রামীন হাসপাতাল। এখানেই আপত্তি তুলেছেন এলাকার মানুষ। স্বপ্নদ্বীপের মৃত্যু হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের নাম বদলে স্বপ্নদ্বীপ হোস্টেল রাখার দাবি। স্বপ্নদ্বীপের বাবা মা দেখা করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।
স্বপ্নদ্বীপের মাকে চাকরি দেওয়া হয় বগুলা গ্রামীন হাসপাতালে। হাসপাতালের নাম বদলের সিদ্ধান্তও নেন মুখ্যমন্ত্রী। রাতারাতি বদলে দেওয়া হয় হাসপাতালের নাম। এখানেই আপত্তি জানান এলাকার মানুষ। বুধবার হাসপাতালের নাম বদলের প্রতিবাদে চলে বিক্ষোভ