নিউজ ডেস্ক : শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে নিত্যদিন অনুপস্থিতির প্রতিবাদে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। বুধবার ঘটনাটি ঘটেছে ইটাহার ব্লকের জয়হাট নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে।জানা গেছে বিদ্যালয়ে ১৫১ জন ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষকের সংখ্যা ৫ জন।
আরও পড়ুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে এসে গ্রামবাসীদের হাতে হেনস্থা সুপারভাইজার
অথচ শিক্ষকদের মধ্যে একজন শিক্ষক প্রায়ই স্কুলে আসেন না বলে অভিযোগ। এদিন বিদ্যালয়ের গেটে তালা মেরে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রামবাসীরা। অভিযোগ বিদ্যালয়ের শিক্ষক সুব্রত কর্মকার নিয়মিত বিদ্যালয়ে আসেন না। মাসে এক অথবা দু’দিন আসেন। এলেও পূর্ণ সময় ডিউটি করেন না। হাজিরা খাতায় সই করেই বাড়ি চলে যান। আর এতে করে পঠনপাঠন শিকেয় উঠেছে বলে অভিযোগ।
আরও পড়ুন জীবনযুদ্ধে জয়ী পুজাকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা , মুক্তি পেল ট্রেলার
এদিকে এদিন বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় বিদ্যালয়ে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে স্কুলে আসে পুলিশও৷ পরে বিক্ষোভকারীদের বুঝিয়ে স্কুলের গেট থেকে তালা খোলার ব্যবস্থা করে পুলিশ। ঘটনার জেরে হয়নি এদিনের পঠনপাঠন। এমনটাই জানিয়েছে স্কুলের খুদে পড়ুয়ারা।
আরও পড়ুন রাম নবমীর মেলা ঘিরে অনিশ্চয়তা
অন্যদিকে ওই শিক্ষকের বিরুদ্ধে সরব হয়েছেন খোদ স্কুলের প্রধান শিক্ষকও। তিনি বলেন, এর আগেও সুব্রত কর্মকারের বিরুদ্ধে ফাঁকিবাজির ব্যাপারে অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। কিন্তু কোনো পদক্ষেপই গৃহীত হয় নি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে। তার জেরেই ক্ষিপ্ত হয়ে উঠেছে গ্রামবাসীরা।