এক যুবককে গুলি করে হত্যার মামলায় ৯ বছর বাদে ৩ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষনা করল রায়গঞ্জ জেলা আদালত। শুক্রবার এডিজে সেকেন্ড কোর্টের বিচারক মধুমিতা রায় ৩ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষনা করেন।
মর্গের বাইরে উদ্ধার মানুষের মাথার খুলি
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ষষ্ঠী দত্ত বাড়ি হেমতাবাদের বারই বাড়িতে, কার্তিক পন্থ হেমতাবাদের বাসিন্দা, অপরজন কর্নজোড়ার বাসিন্দা শের খান। জানা গিয়েছে, ২০১৫ সালের ২২শে ডিসেম্বর হেমতাবাদে খুন হয়েছিলেন ১৮ বছরের যুবক সারোয়ার জিলানি চৌধুরী। তার বাড়ি কসবা মহেশো এলাকায়। তাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছিল। তদন্তে নেমে পরদিনই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।
মৃতের নাম আবাস তালিকায় , ক্ষোভ বঞ্চিতদের
২৩ জন সাক্ষীর বয়ান অনুযায়ী বিচার বিবেচনা করে শুক্রবার তাদের যাবজ্জীবন সাজা দেন বিচারক।অন্যদিকে এ বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাজাপ্রাপ্ত ষষ্ঠী দত্তের আইনজীবী বাপ্পা সরকার বলেন, এই রায়ে তারা সন্তুষ্ট নন। উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।