সরকারি নিয়মকে উপেক্ষা করে ধান ক্রয়ের অভিযোগে কিষাণ মান্ডিতে বিক্ষোভ দেখালেন কৃষকেরা। এই ঘটনা কে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় রায়গঞ্জের উদয়পুরে অবস্থিত কিষাণ মান্ডিতে। কৃষকরা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী কার্ড প্রতি ৩০ কুইন্টাল করে ধান ক্রয় করার কথা। কিন্তু এদিন মান্ডির পক্ষ থেকে ১৫ কুইন্টাল ধান ক্রয়ের কথা বলা হচ্ছে। যা কোনভাবেই মানবেন না কৃষকরা। তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে বলে দাবি তাদের।
তুলসী দাস নামের এক কৃষক বলেন, কিষাণ মান্ডি থেকে বুধবার তাকে ফোন করে ১৫ কুইন্টাল ধান আনতে বলা হয়। কারণ জানতে চাইলে মান্ডি থেকে বলা হয় উপর মহলের নির্দেশ। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কার্ড প্রতি ৩০ কুইন্টাল ধান ক্রয়ের কথা। সেই অনুসারে তুলসী বাবু বৃহস্পতিবার ৩০ কুইন্টাল ধান নিয়ে মান্ডিতে আসেন। তিনি কিষাণ মান্ডিতে লিখিত নির্দেশিকা দেখানোর কথা বলেন। কিন্তু কোন সদুত্তর মেলেনি।
রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ২০২৫ শিক্ষাবর্ষে পুজোয় ২৫ দিন টানা ছুটি
নারায়ণ চন্দ্র দাস নামের অপর এক কৃষক বলেন, একমাস আগে অনলাইনে ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। তার ডেট পড়েছিল বৃহস্পতিবার। সরকারি নিয়ম অনুযায়ী তিনি ৩০ কুইন্টাল ধান নিয়ে মান্ডিতে আসার পর জানতে পারেন ১৫ কুইন্টাল ধান ক্রয় করা হবে। কারণ জানতে চাইলে বলা হয় উপমহলের নির্দেশ। যদিও কোন লিখিত নির্দেশ দেখাতে পারেনি কিষাণ মান্ডি। এরপরে তিনি ক্ষোভে ফেটে পড়েন।
চার রাজ্যকে যুক্ত করে কেন্দ্রীয়স্তরে বাম্বু মিশন চালুর আশ্বাস কেন্দ্রের
কিষান মান্ডির পারচেস্ অফিসার মহেন্দ্র নাথ মহদী বলেন, আভ্যন্তরীণ সমস্যার কারণে প্রথমে ১৫ কুইন্টাল ধান ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে ঊর্ধ্বতন আধিকারিকদের সাথে আলোচনা করে ৩০ কুইন্টাল ধান ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়।