এখনি আপডেট করে নিন আপনার হোয়াটসঅ্যাপ, নয়তো খোয়াতে পারেন আপনার মূল্যবান ডেটা

ডিজিটাল ডেস্ক :  সাম্প্রতিক হোয়াটসঅ্যাপ এর সোর্সকোড (Sourcecode) ক্র্যাশ হয়েছে বলে এক গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে। বিশ্বজুরে ৪ বিলিয়ন মানুষ হোয়াটসঅ্যাপ ব্যাবহার করছেন, এদিকে ভারতে বার্তা দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ এখন প্রথম স্থানে।

ভারতে মোবাইল ব্যাবহারকারীদের ৮০ শতাংশ মানুষ হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহার করেন বলে ২০১৯ মার্চে জানিয়েছিলো ফেসবুক অধীন হোয়াটসঅ্যাপ সংস্থা। বিশ্বব্যাপী এই বার্তা প্রদানকারী সংস্থার এর আগেও তথ্য হ্যাকের কথা জানা গিয়েছিল ৮ মাস আগে, বিভিন্ন সেলেব্রিটি দের নম্বরে বিভিন্ন বার্তা আসে অচেনা নম্বর থেকে এবং ২০১৯ এর শেষে মোমো গেম নামের একটি রহস্যময় ঘটনাও ঘটে এই অ্যাপের মধ্যে।

টানা ৮ মাস পর ফের সংস্থার তথ্য ফাঁসের ঘটনা উঠে এসেছে। তবে সংস্থার তরফে বলা হয়েছে, অ্যাপের সোর্স কোডের ক্র্যাশ করেছিলো কেউ, যদিও এখন নিরাপদ সংকেত দিয়েছে হোয়াটসঅ্যাপ সিকিউরিটি গ্রুপ। তবে তাদের তরফে বলা হয়েছে, ব্যাবহারকারীরা যেন তাদের অ্যাপ টি আপডেট করে নেয়। যতই সুরক্ষা নিশ্চিত করছে সংস্থা তবুও কোথাও যেন অনিশ্চিয়তা রয়ে গেল।

আরও পড়ুন :  হাইপারসনিক প্রযুক্তির সফল পরীক্ষা করে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে নাম লেখাল ভারত, কপালে দুঃশ্চিতার ভাঁজ চিন-পাকিস্তানের

Next Post

বলিউড কুইনকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ায় কেন্দ্রকে তোপ সাংসদ মহুয়ার

Tue Sep 8 , 2020
নিউজ ডেস্ক , ৮ সেপ্টেম্বর :  সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বলিউড নেপোটিসম ও নানান ধরনের মন্তব্য করে বিগত কয়েক মাস ধরে খবরের শিরোনামে রয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। বলিউডের স্বজনপোষণ, ড্রাগস্ ও মাফিয়ারাজের অভিযোগ থেকে শুরু করে সুশান্তের মৃত্যুতে এফআইআর না করার জন্য মুম্বই […]

আপনার পছন্দের সংবাদ