ডিজিটাল ডেস্ক : সাম্প্রতিক হোয়াটসঅ্যাপ এর সোর্সকোড (Sourcecode) ক্র্যাশ হয়েছে বলে এক গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে। বিশ্বজুরে ৪ বিলিয়ন মানুষ হোয়াটসঅ্যাপ ব্যাবহার করছেন, এদিকে ভারতে বার্তা দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ এখন প্রথম স্থানে।
ভারতে মোবাইল ব্যাবহারকারীদের ৮০ শতাংশ মানুষ হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহার করেন বলে ২০১৯ মার্চে জানিয়েছিলো ফেসবুক অধীন হোয়াটসঅ্যাপ সংস্থা। বিশ্বব্যাপী এই বার্তা প্রদানকারী সংস্থার এর আগেও তথ্য হ্যাকের কথা জানা গিয়েছিল ৮ মাস আগে, বিভিন্ন সেলেব্রিটি দের নম্বরে বিভিন্ন বার্তা আসে অচেনা নম্বর থেকে এবং ২০১৯ এর শেষে মোমো গেম নামের একটি রহস্যময় ঘটনাও ঘটে এই অ্যাপের মধ্যে।
টানা ৮ মাস পর ফের সংস্থার তথ্য ফাঁসের ঘটনা উঠে এসেছে। তবে সংস্থার তরফে বলা হয়েছে, অ্যাপের সোর্স কোডের ক্র্যাশ করেছিলো কেউ, যদিও এখন নিরাপদ সংকেত দিয়েছে হোয়াটসঅ্যাপ সিকিউরিটি গ্রুপ। তবে তাদের তরফে বলা হয়েছে, ব্যাবহারকারীরা যেন তাদের অ্যাপ টি আপডেট করে নেয়। যতই সুরক্ষা নিশ্চিত করছে সংস্থা তবুও কোথাও যেন অনিশ্চিয়তা রয়ে গেল।