নিউজ ডেস্ক , ৮ সেপ্টেম্বর : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বলিউড নেপোটিসম ও নানান ধরনের মন্তব্য করে বিগত কয়েক মাস ধরে খবরের শিরোনামে রয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)।
বলিউডের স্বজনপোষণ, ড্রাগস্ ও মাফিয়ারাজের অভিযোগ থেকে শুরু করে সুশান্তের মৃত্যুতে এফআইআর না করার জন্য মুম্বই পুলিশ সহ ক্ষমতাসীন শিবসেনার বিরুদ্ধে প্রকাশ্যে সুর চড়াতে গিয়ে মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন অভিনেত্রী। যা নিয়ে তোপ দাগে শিবসেনা।
শিবসেনা নেতা সঞ্জয় রাউত কঙ্গনাকে প্রকাশ্যে অশ্লীল ভাষায় আক্রমণ করার পাশাপাশি মুম্বই এসে যে কঙ্গনাকে সমস্যায় পড়তে হবে তাও বুঝিয়ে দেন তিনি। তারপরই পাল্টা কঙ্গনা কার্যত চ্যালেঞ্জের সুরেই জানিয়ে দেন তিনি আগামী ৯ সেপ্টেম্বর মুম্বই আসছেন। পরিস্থিতি বেগতিক দেখে কেন্দ্রের তরফে বলিউড ‘কুইন’ এর জন্যে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই বিরোধীদের তোপের মুখে পড়তে হয় কেন্দ্রকে।
সোমবার কেন্দ্রের সম্পদের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন সাংসদ মহুয়া মৈত্র (Mahua Maitra)। এমনকি অভিনেত্রীকে ‘বলিউড টুইটারিটি’ বলেও কটাক্ষ করেন তিনি। এদিন মহুয়া মৈত্র ট্যুইট করে বলেন, “ভারতে পুলিশ ও জনসংখ্যার অনুপাত খুব সংকটজনক। প্রতি লাখ মানুষের জন্য মাত্র ১৩৮ জন পুলিশ বহাল থাকেন। ৭১টি দেশের মধ্যে যা পঞ্চম সর্বনিম্ন অবস্থানকারী।
এই পরিস্থিতিতে একজন বলিউড টুইটারিটি ওয়াই প্লাস সুরক্ষা পাচ্ছেন কেন? এটা সম্পদের অপব্যবহার নয় স্বরাষ্ট্রমন্ত্রী?”
কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনীল দেশমুখও। তবে এসব বিষয়কে পাত্তা না দিচ্ছেন না অভিনেত্রী। বরং তিনি কেন্দ্রের এই সিদ্ধান্তের পরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যুইট করে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন : অবশেষে! গ্রেপ্তার অভিনেত্রী রিয়া চক্রবর্তী