ভাঙন সমস্যা পরিদর্শনে গিয়ে মন্ত্রীর ধমক

ভূতনির বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা এবং ভাঙন সমস্যা পরিদর্শনে গিয়ে সেচ দপ্তরের কর্তা ও ইঞ্জিনিয়ারদের কার্যত ধমকের সুরেই কথা বলতে দেখা গেল রাজ্যের সেচ মন্ত্রীকে। কড়া ভাষায় সঠিকভাবে কাজ করার বার্তাও দেন মন্ত্রী মানস ভূঁইয়া। সোমবার মালদার মানিকচকের ভুতনি চরের বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুইয়া।

আচমকা ইঞ্জিন বিকল রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটির

সঙ্গে ছিলেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর, জেলাশাসক নীতিন সিংহানিয়া সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। প্রথমে দক্ষিণ চন্ডিপুরের কাটাবাধ এলাকায় পৌঁছন মন্ত্রী। সেখানেই কি ধরনের কাজ করা হচ্ছে সে সমস্ত বিষয়ে জেলাশাসক সহ সেচ দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের কাছে জানতে চান মন্ত্রী। তখনই সেচ দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সাথে কড়া ভাষায় ধমকের সুরেই কথা বলতে দেখা গেল রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়াকে।

ট্যাব দূর্নীতি কান্ডে ধৃতদের পেশ আদালতে

কি ধরনের কাজের পরিকল্পনা রয়েছে সে বিষয়ে খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি একাধিক নির্দেশও দেন তিনি। অন্যদিকে ভুতনির একাধিক এলাকা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী। বন্যা পরবর্তী সময়ে কি অবস্থা রয়েছে এলাকার, সেই সমস্ত বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। নদীপথেও বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া।

 

Next Post

ট্যাব দূর্নীতি কান্ডে এবারে গ্রেফতার চোপড়ার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক

Mon Nov 18 , 2024
ট্যাব দূর্নীতি কান্ডে এবারে গ্রেফতার চোপড়ার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।রবিবার রাতে শিলিগুড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম দিবাকর দাস। সে স্থানীয় মরিচা গোয়ালগচ্ছ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। রবিবার শিলিগুড়ি থেকে দিবাকর দাস, বিশাল ঢালি এবং গোপাল রায় নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আচমকা ইঞ্জিন বিকল রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটির […]

আপনার পছন্দের সংবাদ