কুমারগঞ্জ, ৪ আগস্ট : ভাঙন রুখতে নদী বাঁধে লাগানো হলো ভেটিভার ঘাস। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের সমজিয়া পঞ্চায়েত এলাকার আত্রেয়ী নদী বাঁধে ভেটিভার ঘাস লাগানো হয়। এই ঘাসের শেকড় ভূমিক্ষয় রোধ করে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
একশো দিনের কাজের মধ্যে দিয়ে ভেটিভার নামক ঘাস লাগিয়ে বাঁধ রক্ষার উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সমজিয়া গ্রাম পঞ্চায়েত সমজিয়া গ্রাম পঞ্চায়েত। একদিকে কর্মসংস্থান অন্যদিকে নদী ভাঙন রোধ হবে বলেই দাবি কর্তৃপক্ষর। এই প্রকল্পর মধ্যে দিয়ে অনান্য গ্রাম পঞ্চায়েতকে উৎসাহিত করার বার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য সমজিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে আত্রেয়ী নদী। প্রতিবছর বর্ষার সময় নদীর ভাঙনের গ্রাসে পড়ে গ্রামের বিস্তীর্ণ এলাকা। ফলে সেদিকে নজর রেখেই এবার বেশকিছু এলাকার মাটির বাঁধে ভেটিভার ঘাস লাগানো শুরু করল সমজিয়া গ্রাম পঞ্চায়েত। একশো দিনের কাজের প্রকল্পর মধ্যে দিয়ে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ভেটিভার প্ল্যান্টেশন রিভার ব্যাঙ্ক। মোট ৫ লক্ষ ৩২ হাজার টাকার এই প্রকল্প আপাতত হাতে নেওয়া হয়েছে। ধীরে ধীরে অনান্য এলাকায় এই ঘাস লাগিয়ে নদী বাঁধ রক্ষার উদ্যোগ নেওয়া হবে। গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষর বক্তব্য, গতবছর পরীক্ষামূলকভাবে শুরু ন্যাচারাল এই প্রযুক্তিতে তারা সফল হয়েছিলেন। সেকারণে এবার আরো বেশি করে এই ঘাস লাগানো পরিকল্পনা নেওয়া হয়েছে। কেননা কংক্রিটের বাঁধ দেওয়া অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। যা পঞ্চায়েতের পক্ষে সম্ভব হয়না। ফলে তারা এই ন্যাচারালভাবে বাঁধ রক্ষার কাজ করছেন। পঞ্চায়েতের বাঁধ ভাঙ্গন রোধে উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
আরও খবর পড়ুন : অসম কন্যার হাত ধরেই ভারতে এল অলিম্পিকের তৃতীয় পদক