রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের ঘটনায় বিলম্বে রওনা দিল ট্রেন। সোমবার বিকেলে ৭৫৭০৫ ডাউন রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেনটি প্রতিদিনের মতো রাধিকাপুর থেকে যাত্রা শুরু করে। কালিয়াগঞ্জ স্টেশনে আচমকা ইঞ্জিন বিকল হয়ে পড়ে ট্রেনটির।
ওষুধের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি মাদক উদ্ধার
ঘটনায় প্রায় একঘন্টা কালিয়াগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। এতে হয়রানীর মুখে পড়ে যাত্রীরা। রেল সূত্রে খবর ট্রেনটির ব্রেক ডাউন হয়ে যাওয়ায় বিপত্তি দেখা দেয়। ট্রেন মেরামতের পর শিলিগুড়ি উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি।ট্রেনটি বিকল হয়ে পড়ায় কালিয়াগঞ্জ ও রায়গঞ্জের যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হয় এদিন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় স্টেশনে।