বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল মা ও মেয়ের। আকস্মিক এই দুর্ঘটনায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে গাজোলের কদুবাড়ি এলাকায়। জানা গেছে বছর চুয়াল্লিশের মৃত মহিলার নাম সুদীপ্তা রায় চৌধুরী। তার মেয়ের নাম সায়নী রায় চৌধুরী।
হাওড়া স্টেশন থেকে লক্ষাধিক টাকা মূল্যের সোনা, রুপা ও নগদ টাকা উদ্ধার
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মা-মেয়ে এক আত্মীয়ের মোটর বাইকে চেপে গাজোলের শ্যামনগর পার্কিং থেকে খাবার খেয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় মশালদিঘি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে তারা দুর্ঘটনার কবলে পড়েন। পেছন থেকে কোন একটি গাড়ি বাইকে সজোরে ধাক্কা মেরে চলে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে মারা যায় মেয়ে৷ দুর্ঘটনায় গুরুতর আহত হন তাদের আত্মীয় বাইক চালক কৌশিক ঘোষ। তার বাড়ি শিলিগুড়িতে৷ তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।