মানিকচক, ১৩ জুলাই : মানিকচকের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মঙ্গলবার ভাঙন কবলিত এলাকা খতিয়ে দেখার পাশাপাশি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেন তিনি। যদিও খুব শীঘ্রই নদী তীরবর্তী এলাকায় ভাঙন রোধের কাজ সম্পন্ন হবে বলে এদিন এলাকাবাসীদের আশ্বস্ত করেন মন্ত্রী।
উল্লেখ্য, নদী ভাঙনে রাতের ঘুম উড়েছে মানিকচক ব্লকের অন্তর্গত গোপালপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। প্রতিবছর বর্ষার মরশুমে ভাঙন আতঙ্ক গ্রাস করে এলাকাবাসীদের। এবছরও বর্ষায় বিক্ষিপ্ত ভাঙন শুরু হয়েছে এলাকায়। আর এতেই আতঙ্ক বাড়ছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। ফলে বর্ষার মরশুমে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেন নদীপাড়ের বাসিন্দারা। নদী ভাঙন রোধে প্রতিবছর লক্ষ লক্ষ টাকা খরচ করে কাজ চললেও স্থায়ী সমাধান আজও হয়নি নদীপাড়ের বাসিন্দাদের। মঙ্গলবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিনের এই পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক ব্লকের বিডিও জয় আমেদ, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল, মানিকচক থানার আইসি অক্ষয় পাল, মানিকচক এর বিধায়ক সাবিত্রী মিত্রের প্রতিনিধি সমদ্বীপ সরকার, জেলা পরিষদের সদস্য সাবিনা ইয়াসমিন সহ জেলা সেচ দপ্তরের আধিকারিকেরা। প্রশাসনিক কর্তাদের সাথে মানিকচক ঘাট থেকে লঞ্চে করে গঙ্গা নদীপথে ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। কথা বলেন ভাঙন কবলিত এলাকার মানুষদের সাথে। শোনেন তাদের অভাব-অভিযোগের কথাও। যদিও সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে খুব শীঘ্রই নদী তীরবর্তী এলাকায় ভাঙন রোধের কাজ সম্পন্ন হবে বলে এদিন এলাকাবাসীদের আশ্বস্ত করেন মন্ত্রী।