
নিউজ ডেস্ক, ৪ সেপ্টেম্বর : অবশেষে উত্তরবঙ্গেও বিজেপিতে বড়সড় ভাঙন ধরাতে সক্ষম হল তৃণমূল কংগ্রেস। শনিবার কলকাতায় তৃণমূল ভবনে গিয়ে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে ঘাস ফুল শিবিরে যোগ দিলেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়। এদিন উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের উপস্থিতিতে তৃণমূল শিবিরে নাম লেখান তিনি।
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি ফালাকাটার বাসিন্দা সৌমেন রায়কে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে টিকিট দেয় বিজেপি। বাইরে থেকে আসা সৌমেন রায়কে টিকিট দেওয়ায় কালিয়াগঞ্জের নেতা কর্মীরা তীব্র বিরোধীতা করেছিলেন। এমনকি বেশকিছুদিন ধরে কালিয়াগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখিয়ে ছিলেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। এরই পাশাপাশি সৌমেন রায়ের স্ত্রী শর্বরী রায় নিজে উত্তর দিনাজপুরে এসে সৌমেন রায়ের বিরোধীতা করেছিলেন। তিনি যাতে নির্বাচনে জিততে না পারেন তার সব রকমের চেষ্টাও করেছিলেন। কিন্তু নির্বাচনে দাঁড়িয়ে ২১ হাজার ৮২০ ভোটে তৃণমূল প্রার্থী তপন দেবসিংহকে পরাজিত করেন সৌমেন রায়। কিছুদিন আগে শিলিগুড়িতে বিজেপির ডাকা বৈঠকে উপস্থিতও ছিলেন সৌমেন রায়।সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনাও করেন তিনি। এদিন সৌমেনবাবুর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ঘটনা রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে রাজনৈতিক মহলে। এদিন যখন সৌমেন রায় তৃণমূল কংগ্রেসে যখন দিচ্ছেন তখনও উত্তর দিনাজপুর বিজেপির জেলা মিডিয়া গ্রুপের একজন মেম্বার হিসেবে তার নাম জ্বলজ্বল করছে। তবে এদিন সৌমেন বাবু বলেন, কারো সম্পর্কে কোনও সমালোচনা নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।
