রায়গঞ্জ, ৯ আগস্ট : কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ জড়িত বিভিন্ন দাবিতে আন্দোলনে নামল সিপিআইএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা ও ক্ষেত মজুর ইউনিয়ন এবং শ্রমিক সংগঠন সিটু।
সোমবার রায়গঞ্জের সুপার মার্কেটের কাছে এন এস রোডের ধারে অবস্থিত বিদ্যুৎ দফতরের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা। বিদ্যুতের মাসুল কমানো, বিদ্যুৎ ও কৃষি বিল বাতিল, ক্ষেত মজুরদের পারিশ্রমিক বৃদ্ধি, বছরে ২০০ দিন কাজ দেওয়া সহ অন্যান্য দাবিতে এদিন সারা দেশের পাশাপাশি রায়গঞ্জেও আইন অমান্য কর্মসূচি পালন করা হয়। পরে বিদ্যুৎ দফতরের ডিভিশনাল ইঞ্জিনিয়ার উৎপল দাসের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। পরিতোষ দেবনাথ, উত্তম পাল সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। উত্তম পাল বলেন, কেন্দ্রের বিজেপি সরকার বিদ্যুৎ, কৃষি সহ সমস্ত কিছুর বেসরকারিকরণ করে বিপদ ডেকে আনছে। এতে করে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বাড়বে। অবিলম্বে কৃষি বিল বাতিল, বিদ্যুৎ আইন বাতিল করার দাবি সহ অন্যান্য বেশকিছু দাবিতে সারা দেশ জুড়ে আইন অমান্য কর্মসূচি পালন করা হয়েছে৷
আরও খবর পড়ুন : ত্রিপুরা ইস্যুতে রাজধানীতে ধর্না কর্মসূচি তৃণমূল সাংসদের